বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विउँौग्न धृष्ठ রম ృ9 গোবিন্দ। ও:—শালা আমার বড় ভাই ! চারিদিকের লোক ছুটিয়া আসিল, ছেলে-মেয়ের ই করিয়া চাহিয়া রহিল, এবং রমেশ দ্রুতপদে তাঁহাদের মাঝখানে আসিয়া দঁাড়াইল রমেশ । এ কি এ ! আপনারা উভয়েই প্রাচীন—ব্রাহ্মণ –এ কি কাও ? ভৈরব। ( উঠিয়া আসিয়া রমেশের প্রতি ) প্রায় শ' চারেক কাপড় ত হ’ল, আরও চাই কি ? রমেশ নিরুত্তর ভৈরব। ছিঃ গাঙলী মশাই, বাবু একেবারে অবাক হয়ে গেছেন। আপনি কিছু মনে করবেন না বাবু, এমন ঢের হয়। বৃহৎ কাজ-কর্মের বাড়ীতে কত ঠ্যাঙ-ঠেঙি রক্তারক্তি পর্য্যন্তহয়ে যায়,—আবার যে কে সেই হয়। নিন চাটুয্যে মশাই, দেখুন দিকি আরও থান ফাড়বো কি না ? গোবিন্দ্র। ছয়ই ত! হয়ই ত ! ঢের হয়। নইলে বিরদ কৰ্ম্ম বলেছে কেন। সে বছর তোমার মনে আছে ভৈরধ, বহু মুখুয্যে মশাইয়ের কস্তা রমার গাছ পিতিষ্ঠের দিন সিধে নিয়ে, রাঘব ভট্টচায্যে আর হারান চাটুয্যেতে মাথা ফাটাফাটি হয়ে গেল। কিন্তু আমি বলি ভৈরব ভায়, বাবাজীর এ কাজটা ভাল হচ্চে না। ছোটলোকদের কাপড় দেওয়া আর ভস্মে ধী ঢালা এক কথা। ভার চেয়ে বামুনদের একজোড়া আর ছেলেদের একখানা করে দিলে নাম হোতো। আমি বলি বাবাজী সেই যুক্তিই করুন । কি ཕུག ধর্মুদাস-দা ? ধৰ্ম্মদাস।" গোবিদ মন্দ যুক্তি বলে নি বাবাজী। ওদের মিছে দেওয়া। নইলে আর শাস্তরে ব্যাটাদের ছোটলোক বলেছে কেন । বুঝলে না বাবা রমেশ ? রমেশ। হুঁ, বুঝেছি বই কি ।