বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

畿校 ... রম! প্রথম অঙ্ক রমেশ। অম্বিন । কিন্তু আমার প্রার্থনা যেন ভুলে যাবেন না। ীিচু। না বাবা, প্রার্থনা বোলুচ কেন এ তোমার দয়া। ছেলেদের লইয়া দীমুর প্রস্থান গোবিন । বাবা রমেশ, আমিও এখন তাহ’লে আসি ৷ সন্ধ্যেআহ্নিক ঠাকুরের শিতল দেওয়া— রমেশ। কিন্তু গাঙলি মশাই— গোবিন্দ। কিছু বলতে হবে না বাবা, এ আমার আপনার কাজ। তুমি না ডাকলেও আমাকে নিজে এসে সমস্ত করতে হতো। কাল সকালেই তোমার মামীকে পাঠিয়ে দিয়ে তবে নিশ্চিন্ত হতে পারব। ধৰ্ম্মদাস । তুই বড় বাজে বকিস গোবিন্দ । গোবিন্দ । কোন ভাবনা নেই রমেশ ভাড়ার-টাড়ার যা কিছু— ধৰ্ম্মদাস। ভাড়ারের জন্তে তোর এত মাথা ব্যথা কেন বল ত ? গোবিন । এ আমাদের নিজের কাজ বাবা। আমি আর ধৰ্ম্মদাসদা” —আমরা দুভাই তোমার ডাকার অপেক্ষ রাখি নি,—আপনারাই এসে উপস্থিত হয়েছি। হয়েছি কি না ? ধৰ্ম্মদাস । বলি শোন রমেশ, আমরা বেণী ঘোষাল নই, আমাদের জন্মের ঠিক আছে। রমেশ । আঃ—কি বলচেন আপনার ? জ্যাঠাইমা অন্তরাল হইতে একটুখানি মুখ বাহির করিয়া জ্যাঠাইমা। ওরা অমূনিই বলে রমেশ ! শিক্ষা আর সঙ্গদোষে জানেও না যে কি ওরা বললে । গোবিন ও ধৰ্ম্মদাসের ক্রতপদে প্রস্থান