8 রম ८श्चम अक জ্যাঠাইমা। সেই অভিমানেই বুঝি নিজের বাড়ী থেকে আজ আমাকে বিদায় করতে চাস রমেশ ? রমেশ। অভিমান ? যার যা নেই, বাপ নেই, নিজের জন্মভূমিতে যে নিরাশ্রয়, বিদেশী,—বিনাদোষে যাকে প্রতিবেশী আত্মীয়-স্বজন বাড়ী থেকে দূর করে দেয় তার অভিমানের দাম কি জ্যাঠাইমা ? জ্যাঠাইমা । আমার কাছেও তার দাম নেই রমেশ ? রমেশ । না নেই। আজ নিজের ছেলেকেই শুধু ছেলে বলে জেনে রেখেচ। কিন্তু আর একটা ম-মর ছেলেকে যে একদিন ঠিক তেমূনি কোরেই মানুষ করতে হয়েছিল সে কথা আজ ভুলে গেছ । জ্যাঠাইমা। এম্নি কোরে শূল বিধে তুই কথা বলবি রমেশ ? ঘরেবাইরে এই শাস্তি পাব বলেই কি তোদের দুজনকে মামুষ করেছিলাম রে ? রমেশ। ঘরে-বাইরে । তাই ত বটে ! (হঠাৎ পায়ের কাছে হাটু গাড়িয়া বসিয়া) আমাকে ক্ষমা করে জ্যাঠাইমা, আমি প্রাণের জালায় তোমার এই দিকটার পানে চেয়ে দেখি নি । জ্যাঠাইম রমেশকে তুলিয়া ডান হাত দিয়া তাহারচিবুক স্পর্শ করিলেন জ্যাঠাইমা। জানি বাবা । রমেশ । কিন্তু আর তুমি এ বাড়ীতে এসো না। আমার সব সইবে, কিন্তু আমার জন্যে দুঃখ পাবে এ আমার সইবে না জ্যাঠাইমা । জ্যাঠাইম। এ তোর অন্যায় রমেশ । দুঃখ সওয়াই যদি দরকার হয় ও তোরও সইবে, আমারও সইবে। ফাকি দিয়ে আরামের চেষ্টা করলে তার ফাক নিয়ে শুধু আরামই বার হয়ে যায় না বাব, ঢের বেশি দুঃখ হড়মুড়, কোরে ঢুকে পড়ে। আমাকে বারণ করবার মতলব তুই করিসনে । তাছাড়া তোর নিষেধ শুনবোই বা কেন ?
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৩
অবয়ব