পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象够 ब्रभ ¢शंभ अक জ্যাঠাইমা। গিয়েছিলি ? তোকে সে চিনতে পেরেছিল ত ? রমেশ । বোধ হয় পেরেছিল । নইলে অপমান করে বাড়ী থেকে দুর করে দেবে কেন ? জ্যাঠাইম। অপমান ক’রে দূর করে দিলে ? রমা ? রমেশ। অপমানটা বোধ করি তার তেমন মনঃপূত হয় নি। তাই বলে দিয়েছে এবার এলে দরওয়ান দিয়ে বার করে দেবে । জ্যাঠাইমা। রমা বলেছে ? এ যে নিজের কানে শুনলেও বিশ্বাস হয় না রমেশ । রমেশ। বড়দা ছিলেন, তাকে জিজ্ঞাসা করে দেখো জ্যাঠাইমা। জ্যাঠাইমা। বেণী ছিল ? তবে, হবেও বা । ( এক মুহূৰ্ত্ত পরে ) কিন্তু, ঠিক বলুচিস রমেশ, রমা বললে বাড়ী ঢুক্লে দরওয়ান দিয়ে বার করে দেবো? আমাকে ভাড়াস নেবাব, ঠিক করে বল। : রমেশ । হা, জ্যাঠাইমা তাই । তবে, নিজে না বলে কে তার মাসী আছে তায় মুখ দিয়েই বলিয়েছে । * জ্যাঠাইমা । ( নিশ্বাস ফেলিয় ) ও:—তাই বল। নইলে রাতও মিথ্যে দিনও মিথ্যে রমেশ, এত বড় গৰ্হিত কথা তার গলায় ছুরি দিলেও সে তোকে বলতে পারত না। এ সেই মাসীর কথা,—তার নয় । রমেশ । তবে কি তাদের বাড়ীতেও আমাকে যেতে হুকুম করে জ্যাঠাইম ? রমাকে কি তুমি এম্নি করেই জান ? জ্যাঠাইম। জানি। কিন্তু যেতে আর বলি নে। তৈার বাপের সঙ্গে তাদের চিরদিন মামূলা-মকৰ্দমা চলেছে, তাদের শক্র বললেও মিথো বলা হয় না, তবুও আমি জানি ওকথা রমা বলে নি! অমন মেয়ে বাবা, লক্ষ কোটীর মধ্যেও সহজে খুজে পাওয়া যায় না। ৪ আছে বলে তবুও এই গ্রামের মধ্যে একটুখানি ধৰ্ম্ম বেঁচে আছে।