aषध पृष्ठ ब्लञ| ●姆 ডাকতেন না। আপনাকে যে আমি চিনি নে তাও নয়। কিন্তু কিছুতেই স্বরণ করতে পারছি নে । মনে হচ্চে কখনো স্বপ্নে দেখে থাকৃব। আপনার পরিচয় দিন । রমা । আহন। পথে যেতে যেতে আমার পরিচয় দেব। স্বপ্ন কবেকার দেথা মনে পড়ে । রমেশ । না । সঙ্গে আপনার আত্মীয় কেউ নেই ? রম । না, দাসী আছে, সে বাসায কাজ করচে, চাকরটা গেছে বাজারে । তাছাড়া আমি ত প্রায়ই এখানে আসি,—সমস্তই চিনি । রমেশ । কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্চেন কেন ? রম । নইলে আপনার খাওয়া-দাওয়ার ভারি কষ্ট হবে। রমেশ । হলই বা । তাতে আপনার কি ? রম। পুরুষ মানুষকে সব বুঝোন যায়, যায় না শুধু এই কথাটি। আমি রমা । রমেশ। রমা ? রমা । ই । যার সঙ্গে পরিচয় থাকাও আপনার ঘূণার বস্তু,—সেই। রমেশ । কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্চ ? রমা। আমার বাসায়। সেখানে মার্সি নেই, ভয় নেই, আম্বন। উভয়ের প্রস্থান। পরক্ষপে নিম্নলিখিত ব্যক্তিগণের প্রবেশ । নাপিত ও তাহাকে ক্রতপদে অনুসরণ করিয়া অপর এক ব্যক্তি। মুখে প্রচুর দাড়ি-গোফ ও মাথায় হদীর্ঘ কেশ। খানিকটা ক্ষুর দিয়া কামানে । এই লোকটি মালত করিয়া’াকুরের কাছে চুল-দাড়ি দিতে আসিয়াছিল। যাত্রী। (ব্যস্ত ভাবে ) নাপিত, নাপিত, তুমি নাপিত না কি হে ? দাও ত দাদা এইটুকু কামিয়ে। খপ, কোরে একটা ডুব দিয়ে বাবার
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬২
অবয়ব