বিষয়বস্তুতে চলুন

পাতা:রসকেলী.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।
১৫

এ পাপ তুম্ভর কাঁহি রখিব।
দেখা ন দেলে যে নিশ্চে ফলিব॥
এমন্ত বিনয় কাকুতি শুণি।
বাঁশী বজাইলে কদম্বে পূণি॥
তাহা শুণি সবু গোপর বালী।
কদম্ব উপরে চাঁহে সকলি॥
দেখিণ কৃষ্ণকু কদম্ব পরে।
হঁস যে আসিলা মন অধ্যারে॥
শ্রীকৃষ্ণকু দেখি সর্ব্ব গোপালী।
মনরে করিলে করিবে কেলী॥
শ্রীকৃষ্ণে ডাকই উহ্লিণ আস।
উহ্লি আসি তুম্ভে হো পাখেবস॥
এতে ছলিয়া যে ছল তু কলু।
এবে যে মো দেহে প্রাণ আণিলু॥