বিষয়বস্তুতে চলুন

পাতা:রসকেলী.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৬
রসকেলী।

এমন্ত শুণিণ রসরে ভরা।
মনরে ভাবিলে করিবা সারা॥
সহস্ৰ বরষ ধ্যান করিণ।
গোপালী পাইলে তাঙ্কু খুজিণ॥
মুনি ঋষিমানে ধিয়ই যাকু।
গোপী যে ঘেরিণ রহিলে তাঙ্কু॥
এমন্ত কর্ম্মর ফল গো শুণ।
স্বামী রূপে তাঙ্কু পাইছি জাণ॥
দেখিতে কৃষ্ণঙ্ক লীলার লেশ।
হুঅই দেবঙ্ক মনরে আশ॥
গোপী লীলা কলে ছাড়িণ লাজ।
শরনে পশিলা মুরারী দ্বিজ॥