এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পঞ্চম সৰ্গ । ృళలి উপজিলা অতর্কিতে। “জয় চণ্ডী, মহামায়া চণ্ডবিনাশিনী,” উচ্চে উচ্চারিল রক্ষঃ । সম্মুখে শোভিল হিরন্ময় রাজপুরী, হেম-কমলিনী যথা মানসের সরে, মনোহর। উঠিয়াছে উচ্চ চূড়া কেন্দ্রদেশ ভেদি ; নানাবর্ণ স্তস্তরাজি, সারি সারি সবে, ধরিয়াছে উচ্চছাদ বিশাল মস্তকে। উজ্জ্বল সুবর্ণদ্বার উন্মুক্ত হৃদয়ে, দেখাইছে নানা কক্ষ বিচিত্র, সজ্জিত । কক্ষে কক্ষে হেরে রক্ষ নাগ, নাগবধূ অগণিত,–লীলাময়ী, নিবিড়-নীরদ-কেশী, আয়ত-লোচনা, তন্বী। ঢলিয়া পড়ি:ছ চৌদিকে রূপের শোভা । কিন্তু না হেরিলা দ্বারী কি প্রহরী কিংবা অনুচর। বিস্ময় গণিলা দুত । সুগন্ধি ধূপের ধুম বাহিরিছে এক কক্ষ হ’তে, শঙ্খ ঘণ্টারোল সহ মিশি। উচ্চে উচ্চারিত মন্ত্রে মুখরিত সেই কক্ষ । বুঝলা কৌশলী রক্ষ,—এই চণ্ডীপূজালয়। দাড়াইলা দ্বারে । পুজা সাঙ্গ