পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সর্গ । - >总> কেমনে কহিব দেবি এ ঘোর বারতা ? রহিবে কি তব প্রাণ,—পতিগত প্রাণী তুমি বিদিত জগতে,—রহিবে কি তব প্রাণ দেহের পিঞ্জরে, পাইলে এ মৰ্ম্মবাথা ? নিশ্চয় কহিমু, যে আশা বধিয়া এ ছার জীবন মোরা রেখেছিন্ন সবে, নিৰ্ম্মল সে আশালত হইল জীবনে আমা হতে। আমি এই সৰ্ব্বনাশ-হেতু। কতু না রাখিব প্রাণ, এই ছার দেহে তার । এখনি পশিব অতল-জলধিতলে, আত্মদাতী হ’য়ে । নিবাক্টব এষ্ট বহ্নি পয়েনিধিনীরে । পিতৃহত্য, মাতৃহতা, সকলই হইল আমা হ'তে । এ পাপের সমুচিত প্রায়শ্চিত্ত করিব এখনি।” সহস্রধারে, উভয়ের নেত্র হ’তে অজস্র ঝরিল অশ্রুধারা ; ভেদি’ পটগৃহ, উঠিল উদ্ধে করুণ রোদনধ্বনি । আক্ষেপিলা বিভীষণ—“হ শঙ্কর, কিঙ্কর তোমার আজি ডুবে সিন্ধুনীরে, না রক্ষিলে তুমি দয়াময়। এ জগতে