পাতা:রাজযোগ.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ জানিলে বুঝিবে, তিনিই প্রত্যেক ব্যক্তির অন্তরে প্রকৃত জীবন্ত শক্তিরূপে বিরাজমানা ও অনন্ত মুখপ্রসবিনী—যোগিগণ জগতেব সমক্ষে ইহাই উচ্চকণ্ঠে ঘোষণা করেন । সুতরাং রাজযোগই প্রকৃত ধৰ্ম্মবিজ্ঞান। উহাই সমুদয় উপাসন, সমুদয় প্রার্থনা, বিভিন্ন প্রকার সাধনপদ্ধতি ও সমুদয় অলৌকিক ঘটনাব যুক্তিসঙ্গত ব্যাখ্যাস্বরূপ । १२