পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

リー8 রত্ন-রহস্য । “অত্যন্তবিশদং বজ্ৰং তারকাভং কবে; প্রিয়ম্।” শুক্রনীতি । অতিশয় শুক্ল ভাস্বর তারকাতুল্য হীরক কবি অর্থাৎ শুক্রগ্রহের প্রতিপ্রদ। “আতাম হিমশৈলজাশ্চ শশিভ বেম্বাতটায় স্থতাঃ। সেবীরে তুমিতাজমেঘসদৃশাস্তাম্রাশ্চ সৌরাষ্ট্রজাঃ। কালিঙ্গ: কনকাবদতিরুচিরাঃ পীতপ্রভাঃ কোশলে । হামাঃ পুণ্ড ভবা মতঙ্গবিষযে নাত্যস্তপীতপ্রভাঃ ” “বেম্বাতটে বিশুদ্ধং শিরীষ কুসুমোপমঞ্চ কৌশলকম্। সৌরাষ্ট্রকমাতামং কৃষ্ণং সোঁপারকং বজম্। ইষত্তাম্রং হিমবতি মতঙ্গজং বল্পপুষ্পসঙ্কাশম্। আপীতঞ্চ কলিঙ্গে খামং পেণ্ডে ঘু সন্ত তম্।” বৃহৎসংহিতা । হিমালয়সস্তৃত হীরক ঈষৎ তাত্রবর্ণ হয়, ইহা গরুড়পুরাণ ও বৃহৎসংহিতা উভয় গ্রন্থেই লিখিত আছে। বেম্বাতটজাত হীরক চন্দ্র-কিরণ-তুল্য শুদ্ধ ও শুভ্রবর্ণ হয়, ইহাও উভয় গ্রন্থ সম্মত । সেীবীরদেশজাত হীরক কৃষ্ণজপ কিংবা মেঘের বর্ণ হইয়া থাকে । বৃহৎসংহিত্যেক্তবচনেও “কৃষ্ণং সেপিরিকং” লিখিত আছে । সৌরাষ্ট্র-দেশসস্থত হীরক তাম্রবর্ণ হয়, আর কলিঙ্গ দেশীয় হীরকে সুবর্ণের রঙ, হয় । বৃহৎসংহিতাও “আপীতঞ্চ কলিঙ্গে’ বলিয়াছেন । কোশল-দেশীয় হীরকের বর্ণ পীত হয়। বৃহৎসংহিতাতেও “শিরীষ-কুসুমোপমঞ্চ” বলা হইয়াছে। পুগু দেশোদ্ভব কীরক শু্যামবর্ণ হয়, একথায় উভয় গ্রন্থের সম্মতি আছে । মতঙ্গ দেশস্থ হীরকের বর্ণ অল্প পীত ; বৃহৎসংহিত্যেক্ত বল্লপুষ্পের বর্ণও তরল পীত । “বজেযু বর্ণযুক্ত্যা দেবামামপি পরিগ্রহ প্রোক্ত । বর্ণেভ্যশ্চ বিভাগঃ কার্ষ্যে বর্ণাশ্রয়াদেব ॥” “হরিত-সিত-পীতপিঙ্গ-শু্যামাতাম্র-স্বভাবতোরুচিরাঃ হরি-বরুণ-শত্ৰু-হুতবহ-পিতৃপতিমরুতং স্বক বর্ণা; ॥” বাঞ্জর বর্ণযোগ থাকিলে তাহ দেবতাদিগেরও স্বীকাৰ্য্য বলিয়। উক্ত হইয়াছে। এবং বর্ণ অনুসারেই বর্ণ অর্থাৎ ব্রাহ্মণাদি জাতির ও অধিষ্ঠাত্রীদেবতার নির্ণয় করিবেক । *

  1. 象をネ