পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা ఆసి সাড়ে সাত পন্থী পথের দঁাড়া আর আধা পাস্থি হল আষ্ঠ মূল গোড়া সিরাজ সাইয়ের চরণ ভুল রে লালন, অঘাটেতে মারা যাচ্ছ কেনে ? ১. এই গান লালন-গীতিকায় সম্পূর্ণ ভিন্নভাবে পরিবেশন করা হ'য়েছে । তাই এখানে সম্পূর্ণই উদ্ধত করাগেল । “ভজরে জেনে শুনে নবী রসুল নিজপ্রাণে । নিজ স্বরূপ পাবিরে তুই কি ধন দানে । নিলে ফাতেমায় স্মরণ করতে হয় রে করণ আছে ফরমান সাইর জবনে । স্বষ্টিকর্ত। স্বষ্টি করলেন সার সবারি তারে চেনা হল ভার ভুলে রলি ওরে মন আমার ভবের ভাবভুষণে । শুনেছি মা আমার আবেশধারী যুগে যুগে মাতী হও যোগেশ্বরী ও তার সুযোগ না বুঝে কুযেঘে মজে মারা গেল এ জীব ঘোর তুফানে । সাড়ে সাত পাস্তি পথের ছাড়া আছে পাস্তি তার আন্তমূল গোড়া দরবেশ সিরাজ বলে রে, লালন ও ঘাটেতে মারা যাচ্ছ কেনে । ( লালন-গীতিকা, পৃঃ ১৬৫ ) ( পর পৃষ্ঠায় দুষ্টব্য )