পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSR লালন শাহ ও লালন-গীতিকা ত্রি-জগতের চিস্তা শ্রীহরি, আজ নারীর চিস্তা হলেন গো হরি, অসম্ভব বচন ভেবে কয় লালন, রাধার দাসখতে শ্যাম বিকালে । >SRo কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে । শুনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া, কে তবে মথুরায় রাজা হলে ৷ শুনি রাধা ছাড়া তিলার্ধ নয়, ভারত-পুরাণে তাই কয়, তবে কেন ধনি দুর্জয় বিচ্ছেদে জগত জানাইলে । সবে বলে অটল হরি, সে কেন হয় দণ্ডধারী, কিসের অভাব তারি, এই ভাবনা ভেবে ঠিক না মেলে নিগুঢ় খবর জানা গেল, পুরুষ হইতে নারী হল তবে কেন এমন হল আগে রাধা পাছে কৃষ্ণ বলে । ১. অসদ্ভাব ( লা-গী, পৃঃ ২৫৫ ), ২. নিগম ( লা-গী, পৃঃ ২৪৫ )