পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক। এক চাদে হয় জগত আলো, এক বীজে সব জন্মাইল লালন বলে, মিছে কল আমি এই ভবে শুনতে পাই । ७o ३ একবার চাদ-বদনে বল রে সাই । বান্দার এক দমের ভরসা নাই । কি হিন্দু কি যবনের বালা,> পথের পথিক চিনে ধর এই বেলা, পিছে কাল শমন আছে সর্বক্ষণ কোন দিন বিপদ ঘটাবে ভাই । আমার বিষয় আমার বাড়ী-ঘর,— এই রবে দিন গেল রে আমার বিষয় বিষ খাবা, সে ধন হারাবা— শেষে র্কাদলে কে আর শুনবে তাই । নিকটে থাকিতে রে সে ধন, বিষয় চঞ্চলাতে খুজিলি নে এখন, অধীন লালন কয়, সে ধন কোথায় রয়, আখেরে খালি হাতে সবাই যাই । ১. যোবানের বালা’ (লা-গী, পৃঃ ২৬৪)