পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক శిషి শুনতে পাই চার কারের আগে সাই আশ্রয় করে ছিল রাগে এ বেশে আটল রূপ ঢাকে মানুষ রূপ লীলা জগতে দেখায়। লামে আলিফ লুকায় যেমন মানুষে সাই আছে তেমন তী নইলে কি সব নুরী তন আদম তনে সিজদা সালাম সে করায় ।। ১ আহাদে আহমদ হলো আদমে এসে জন্ম নিল লালন মহা ঘোরে প’ল সিরাজ সাই কয় লীলের অন্ত নাহি পায় । ১. পাঠান্তর-(ক) “ন। নইলে কি সব নুরী তন আদমকে সেজদা জানায় ।” ( ভা-স, পৃঃ ১৪৭ ) (খ) নামে আলেক লুকায় যেমন মানুষে সাই আছে তেমন তী নইলে কি সব নুরীস্তোন আশদম তোলে ছেজদী সালাম করায় ।” (লা-গী, পৃঃ ৩৭৪ ) শেষোক্ত পাঠটি অশুদ্ধ। আরবী ‘লামে আলিফ ভুলক্রমে নামে আলেক’ হ’য়েছে মনে হয় ।