পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশষ্ট
২০৫

সক্ষম হইবেন না। পুরাতন হাঁসপাতাল নূতন স্থান হইতে অধিক দূর নহে। জেসুট সম্প্রদায়ের যে পুরাতন মন্দির বা চর্চ্চ ছিল, তাহাতেই পুরাতন হাঁসপাতাল অবস্থিত। এখনও সেখানে আমার একটী ঘর আছে, কারণ আমার সকল জিনিষপত্র এখনও সেখান হইতে আনিতে পারি নাই, তাহা ব্যতীত আমাকে সেখানে গিয়া ঔষধ তৈয়ার করিতে হয়, (বলা বাহুল্য আমি ডাক্তারী শিখিয়াছি) এবং অন্ত্র চিকিৎসা যন্ত্রাদিও সেখানে আছে। আর কিছুদিন যদি এখানে থাকি, তাহা হইলে আমি একজন ভাল অন্ত্র চিকিৎসক হইতে পারি। আমি প্রায় সকল প্রকার অস্ত্রোপচারে সক্ষম এবং ডাক্তারেরা তৎসমূদয় ঠিক হইয়াছে বলিয়া অনুমোদন করেন। আমি যে হাঁসপাতালের কথা বলিতেছিলাম, তাহা একটী খিলানবিশিষ্ট সুবৃহৎ গৃহ বা হল, উহার উপরে স্কাই-লাইট বা আলোক আসিবার পথ আছে। ঘরটী যখন শূন্য থাকে, তখন উহাকে সমাধি মন্দির বলিয়া বোধ হয়। সকলেই সেই গৃহে প্রবেশ করিতে ভীত হইয়া থাকে এবং বস্তুতঃ সহজে কেহ তথায় প্রবেশ করে না। আমাকে কার্য্যক্রমে বাধ্য হইয়া সেইখান দিয়া সচরাচর যাতায়াত করিতে হয়, কিন্তু আমার তাহাতে কিছুমাত্র ভয় হয় না, কারণ আমার বিশ্বাস যে, প্রেতাত্মাগণ কখনই আমাদিগকে আশঙ্কিত বা বিরক্ত করিতে আসে না। প্রেতাত্মা সম্বন্ধে অনেক গল্পাদি শুনিতে পাওয়া যায় বটে, কিন্তু তৎসমূদায় মানুষের নিজের কল্পনাপ্রসূত। তবে আমি ইহা জানি যে, প্রেতাত্মা আছে কিন্তু তাহারা সম্পূর্ণ স্বতন্ত্র পদার্থ, আর ভূতড়ে বাড়িতেও যথার্থই ভয় করে। কাকা মহাশয়, আমি মরণে কিছুমাত্র