পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰই সরকার । মাস তিনেক হবে বোধ হয় । বিজয়া । ওকে আর দরকার নেই । এক মাসের মাইনে বেশী দিয়ে আজই ওকে জবাব দেবেন। ( একটু থামিয়া ) না না, দোষের জন্তে নয়, লোকটাকে আমার ভালো লাগে না-তাই । রাপ । বিনাদোষে কারো অন্ন মারাটা কি ভালো মা ? সরকার । তা হলে তাকে কিবিজয় । অামার আদেশ তো শুনলেন সরকারমশাই । আজই বিদায় দেবেন। বাস । ( নিজেকে সামলাইয়া লইয়া ) এবার কষ্ট করে একটু চল । পুরনো দলিলগুলো বেশ করে একবার পড়া ৮ই ই । বিজয় | কেন ? রাস। বললাম কারণ আছে। তবুও বার বার এক কথা বলবার তো আমার সময় নেই বিজয়া ! বিজয়া । কারণ অাছে বলছেন, কিন্তু কারণ তো একটাও দেখাননি ! রাস। না দেখালে তুমি যাবে না ? ( একটু থামিয়া ) তার মানে আমাকে তুমি বিশ্বাস করো না ! { বিজয়ী নিরুত্তর ] রাস । ( লাঠিটা মাটিতে ঠুকিয় ) কিসের জন্যে আমাকে তুমি এত বড় অপমান করতে সাহস করো ? কিসের জন্তে আমাকে তুমি অবিশ্বাস করো শুনি ? SBBB S BBBBS BBBB BB BBB BBB BBB BS BBB টাকায় আমারি উপর গোয়েন্দা নিযুক্ত করলে মনের ভাব কি হয় আপনি বুঝতে পারেন না ? এবং তারপরে আমার সম্পত্তির মূল দলিলপত্র হস্তগত করার তাৎপৰ্য্য ধদি আম জার কিছু বলে সন্দেহ করি সে কি অস্বাভাবিক ? না, সে আপনাকে অপমান করা ? [ রাসবিহারী নিৰ্ব্ব কৃ স্তম্ভিত হইয়া গেলেন । র্তাহার এত বড় পাকা চাল একটা বালিকার কাছে ধরা পড়িবে এ সংশয় তাহার পাকা মাথায় স্থান পায় নাই। এবং ইহাই সে অসঙ্কোচে মুখের উপর নালিশ করিবে সে তো স্বপ্নের অগোচর । কিছুক্ষণ বিমূঢ়ের মত স্তব্ধ থাকিয়া এই প্রকৃতির লোকের যাহা চরম অস্ত্র তাহাই তুণীর হইতে বাহির করিয়া প্রয়োগ করিলেন । ] রাস । বনমালীর মুখ রাখবার জন্মেই এ কাজ করতে হয়েছে । বন্ধুর কর্তব্য BB BBB BBS BBBS BSBBSBSBB BBBBB BB BBB SBDD BBB ঙেৰুে এনে রাত-স্থপুর পর্য্যন্ত হালি-তামাসায় কাটালে এর অর্থ কি বুঝতে পারিনে ? এতে তোমার লঙ্গা হয় না বটে, কিন্তু আমাদের যে ঘরে-বাইরে মুখ পুড়ে গেল । శ్రీtు