পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

थेब्रे९-नोहिछा-नेश्वंह এ-ছাড়া, বেঙপ্যান, হুটুওয়াটার ব্যাগ, আইস ব্যাগ, অয়েল ক্লখ প্রভৃতি রোগীর প্রয়োজনীয় কতকগুলি জব্যসামগ্ৰীও কিনিয়াছে । আর আছে তার বিছানা ও বাক্স । রাখাল ফিরিয়া আসিয়াই ভাত চাহিল । সারদা ঘরের মেঝেয় আসন পাতিয়া ঠাই করিয়া রাখিয়াছিল। রাখালকে হাত-পা-থুইবার জল ও গামছা আগাইয়া দিয়া ভাত বাড়িয়া আনিল । রাধাল জিজ্ঞাসা করিল, তুমি তৈরী তো সারদা ? সারদা জবাব দিল, আমি তো অনেকক্ষণ তৈরী ? রাখাল আসনে বসিয়া নিঃশব্দে আহারে মন দিল । আহারের আয়োজন অতি সামান্তই। কিন্তু তাহার অন্তরালে যে আস্তরিকতা ও সষত্ব আগ্রহ বৰ্ত্তমান, তাহার পরিচয় রাধালের অন্তরে অজ্ঞাত রছিল না। তৃপ্তিপূৰ্ব্বক ভোজন করিয়া উঠিলে সারদা আঁrচাইবার জল হাতে ঢালিয়া দিল । রাখাল জীবনে কোনও দিন এরূপ সেবাগ্রহণে অভ্যস্ত নহে । সুতরাং তাহার যথেষ্ট বাধ বাধ ঠেকিতে ছিল । কিন্তু সারদার এই ঐকাস্তিক আগ্রহ যত্বে বাধা দিতে প্রবৃত্তি হইল না । আঁচাইবার জল হাতে ঢালিয়। দাত খুটিবার খড়িকা দিল। তারপরে গামছাখানি রাখালের হাতে তুলিয়া দিয়া সারদা গুটিকয় টাটকা সাজ-পান আনিয়া সামনে ধরিল। রাখাল কহিল, একেই বলে বিধাতার মাপা । কোথায় স্টেশনে কেনা থাবার, আর কোথায় সারদার হাতের রান্না অমৃতোপম অন্নব্যঞ্জন ! মায় আচাবার জল, দাত খোটার খড়কে, হাত মোছার গামছা, ঘরে সাজা পান । আজ কার মূখ দেখে যে উঠেছিলুম ! সারদা মৃদ্ধ হাসিল, কিছু বলিল না। রাখালের উচ্ছিষ্ট থালা-বাট বাহিরে লইয়া যাইতে যাইতে বলিয়া গেল, আপনি একটু বসুন। আমি দশ মিনিটের মধ্যে আসচি । রাখাল একটি সিগারেট ধরাইয়া লইয়া শূন্ত তক্তাপোষের এককোণে বলিয়া পরিতৃপ্তিপূর্বক টানিতে প্রবৃত্ত হইল। চাহিয়া দেখিল, সারা একখানি ক্ষুত্র সতরঞ্চি-মোড়া বিছানার ছোট বাণ্ডিল তক্তাপোষে রাধিয়া গিয়াছে । চারিদিকে দৃষ্টপাত করিয়া দেখিল কাপড়-চোপড়ের পুটুলি বা বাক্স নাই । সারদা ফিরিয়া আসিল সত্য সভ্যই দশ মিনিটের মধ্যে | রাখাল জিজ্ঞাসা করিল, তোমার খাওয়া হয়েচে সারদা ? সারদা বলিল, খেতেই তো গিয়েছিলাম। লে কি ? এরই মধ্যে খাওয়া হয়ে গেল ? নিশ্চয়ই তুমি ভাল করে খাওনি । সাৱম্বা হালিয়া কছিল, আজ আমি সবচেয়ে ভাল করে খেয়েচি । দেব তার अगाइ कि cरनख करब cषरउ जांप्रु ? ५५न निन, खेईन । गद अचउ। जांननांद्र እ ዓፄ