পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রহ

________________

যাহাতে বাঙলা সাহিত্য বড় হইয়া উঠে, নিজেদের যুক্তি এবং বিদ্যা দিয়া তাহাই


জন্মদিনের ভাষণাবলী

৫৩তম জন্মদিনে |

বন্ধুজনের সমাদর, স্নেহাস্পদ কনিষ্ঠদের প্রীতি এবং পূজনীয়গণের আশীৰ্বাদ আমি সবিনয়ে গ্রহণ করলাম। কৃতজ্ঞতা-প্রকাশের ভাষা পাওয়া কঠিন। নিজের জন্য শুধু এই প্রার্থনা করি, আপনাদের হাত থেকে যে মৰ্যাদা আজ পেলাম, এর চেয়েও এ-জীবনে বড় আর কিছু যেন কামনা না করি। যে মানপত্র এইমাত্র পড়া হলো তা আকারে যেমন ছােট, আন্তরিক সহৃদয়তায় তেমনি বড। এ তার প্রত্যুত্তর নয় ; এ ধু আমার মনের কথা, তাই আমারও বক্তব্যটুকু আমি ক্ষুদ্র করেই লিখে এনেছি। এই যে অনুরাগ, এই যে আমার জন্মতিথিকে উপলক্ষ করে আন-প্রকাশের আয়ােন—আমি জানি, এ আমার ব্যক্তিকে নয়। দরিদ্র-গৃহে আমার জন্ম ; এইতাে সেদিনও দূর-প্রবাসে তুচ্ছ কাজে জীবিকা অর্জনেই ব্যাপৃত ছিলাম; সেদিন পরিচয় দিবার আমার কোন সঞ্চয়ই ছিল না। তাইতাে বুঝতে আজ বাকী নেই—এ শ্রদ্ধানিবেদন কোন বিত্তকে নয়, বিদ্যাকে নয়, উত্তরাধিকার-সূত্রে পাওয়া কোন অতীত দিনের গৌরবকে নয়, এ শুধু আমাকে অবলম্বন করে সাহিত্য-লক্ষ্মীর পদতলে ভক্ত মানুষের শ্রদ্ধা নিবেদন। | আনি এ সবই। তবুও যে সংশয় মনকে আজ আমার বারংবার নাড়া দিয়ে গেছে। সে এই যে, সাহিত্যের দিক দিয়েই এ মৰ্যাদার ঘােগ্যতা কি আমি যত্যই অর্জন করেচি? কিছুই করিনি একথা আমি বলব না। কারণ, এতবড় অতি বিনয়ের অত্যুক্তি দিয়ে উপহাস করতে আমি নিজেকেও চাইনে, আপনাদেরও না। কিছু আমি করেছি। বন্ধুরা বলবেন, শুধু কিছু নয়, অনেক কিছু। তুমি অনেক করে। কি তাদের দলভুক্ত যায়। নন, তারা হয়ত একটু হেসে বলবেন, অনেক নয়, তবে সামায় কিছু করেছেন, এইটিই সত্য এবং আমরাও তাই মানি। কি তাও বলি যে সে সমান্তের উস্থ বুদু আর অধঃস্থ আবর্জনা বাদ দিলে অবশিষ্ট যা থাকে কালের বিচারালয়ে তার মূল্য সােভের ব নয়। এ যারা বলেন, আমি তাদের প্রতিবাদ ০াতােষ কলে বাঙলা সাহিত্য-সন্মেলন, দ্বিতীয় বার্ষিক উৎসবে (২২শে ফান, ১৩৪২ বঙ্গাব্দ) এত্ত বক্তৃতা। ৩২