পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( *०२ ) বর্ষে বর্ষে গুরু তার ভাগ পান তাধা । স্বার্থে বিপ্ন দেখি তিনি দেন তায় বাধা ॥ বলেন শঙ্কর অামাদের ধৰ্ম্ম ভাই । র্তার প্রিয় রক্ষট কাটিয়। কাজ নাই ॥ কাণ্ডজ্ঞান হীন শিষ্য, গুরু ঘেণর গোড়া । হায় রে । অন্ধেরে স্কন্ধে করিয়াছে খে7ড়। ] কর্দম পূর্ণিত গর্তে যায় গড়াগড়ি । ছাড়িলে এড়ান নাই অাছে জড়ণজড়ি ॥ শুনিল গুরুর বাক্য রাখিল কুঠার । দিন কত বাদে গোল বাধিল আবার ॥ কথক ঠাকুর কন ভারত-পুরাণ । বড়ই মধুর ভার পদাবলি গণ ॥ এক মনে কথকতা শুনে প্রেমদাস । যেরূপে পাঞ্চালী-সুত নিশায় বিনাশ ॥ উঠিল প্রসঙ্গ ক্রমে বিলু-পত্ৰ কথা । স্বত্বরজতম গুণ, তার তিন পাতা ॥ বৃন্তমূলে আদ্যাশক্তি তিনের আধার । পরম পবিত্র বস্তু সংসারের সার ॥ একথায় জ্বলিয়া উঠিল প্রেমদাস । দ্রুতবেগে ঘরে গিয়া ছাড়িল নিশ্বাস ॥ শাণিত কুঠার লয়ে করে আস্ফালন । বলে দেখ, বেহায়া বেটীর আচরণ ॥