পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( s२१ ) উদাসীন সাধু ঢুলু ঢুলু দু-নয়ন । গাজা টানে পথ পাশ্বে বটবৃক্ষ মূলে । ভক্তিভাবে প্রেমদাস বন্দিয়া চরণ । প্রসাদী কলিকা তার হাতে নিল তুলে । লোহিত হইল চক্ষু নেশায় বিভোর । দ্রুতপদে মঠপানে ছুটিল তাবার । দেখিল “কাঠাল কাধে আগে যায় চোর ॥ পাছে হতে ডাকি বলে, দাড়া কুলাঙ্গার । বিপাকে ঠেকিল হরি উড়িল পরাণ । কাপিতে কাপিতে বলে, “কোথা দয়াময় । । এ বিপদে তুমি বিনা কে করিবে ত্ৰাণ । কুল-দেব রূষ্ট তুমি হও হে সদয় । অধম নারকী অামি পাপিষ্ঠ চণ্ডাল । রাধাকান্ত দেবে অদ্য করিয়া বঞ্চিত । র্তাহার মুখের গ্রাস এনেছি কাঠাল ॥ এ বিপদে রক্ষা করা তোমার উচিত । মনে এই ভাবে আর ছুটে দ্রুত বেগে । বাপার মন্দিরে আলি পড়িল ভূতলে । আত্ম সমর্পন করে বিভু পদযুগে বলে, বায় যাক প্রাণ রেখো অন্তঃকালে ।