পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( > २ ) বিপ্রহীন গ্রাম যথা শূদ্রের বসতি । মানিবোন। ঝড় বৃষ্টি ষাবো শীঘ্ৰগতি ॥ ব্ৰাহ্মণের মত নহে তাহার। সিয়ান । অতিথি দেখিলে ভক্তি করে ষোলআনা ॥ অবোধ অধম জাতি চাতুরি না বুঝে । ব্ৰাহ্মণ না থাকে যদি যাকরি তা সাজে ॥ হাসিয়। কৃষক তারে করিল প্রণাম । পরিচয় দিল আপনার নাম ধাম ॥ বলিল অধম অগমি হীন গোপ-জপতি । দয়া করি মম গৃহে হউন অতিথি ॥ নন্দী বলে যেতেপারি অাছি উপবাসী । না থাকে যদ্যপি তোর, দ্বিজ প্রতিবেশী ! কলির ব্রাহ্মণ দেখে ভয়ে কাপে হিয়। । পরকে মজায় অাগে আপনি মজিয়া ॥ নিজের সুবিধা খুজে শাস্ত্র অর্থ করে । বাহিরে ভড়ৎ সার নাস্তিক অস্তরে ॥ দৈবে যদি হাতে লাগে দক্ষিণ। দ্বিগুণ । স্মৃতির বচন কেটে ঘষে দেয় চুণ ॥ সাক্ষী তার যার তার গলে যজ্ঞ সুত্ৰ । ছলে বলে সমাজে পতিত বৈশ্য পুত্ৰ ॥ গোয়াল বলিল দেব ! আমি হীন জাতি লেখাপড়া শিখিনাই গোচারণে প্রীতি ।