পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- *♚खचक - চোখে শুক্রের এই হ্রাস বৃদ্ধি বুঝিতে পারা যায় না কিন্তু যদি তোমরা দূরবীক্ষণ দিয়া শুক্রকে একবার দেখিয়া লণ্ড ভাহা হইলে শুক্রের কলার হ্রাস ও বৃদ্ধি দেখিতে পাইবে । শুক্রের উজ্জলতা যে খুব বেশী তাহা তো তোমরা প্রত্যহই দেখিয়া আসিতেছ। বড় বড় জ্যোতিষেরা হিসাব করিয়া দেখিয়াছেন আমরা আকাশে যে সকল খুব উজ্জ্বল নক্ষত্র শুকের কলা দেখিতে পাই, তাহদের অন্তঃত কুড়ি পঁচিশটার ঔজ্জলা এক করিতে পারিলে শুক্রের উজ্জলতার সমান হইতে পারে। এখন কথা হইতেছে, শুক্রের এত উজ্জলতা কোথা হইতে আসিল । বৈজ্ঞানিকেরা বলেন, শুক্রের আকাশে বাতাস আছে এবং সেই বাতাসে মেঘ ভাসিয়া যাইতেছে। সেই সাদা মেঘের উপর সূর্য্যের আলো পড়িয়াই শুক্রের এইরূপ দীপ্তিমান রূপ হইয়াছে। (How is it that she is so bright 2 Well strange to say, it is probably because she is always wrapped in thick clouds) fTRA ( জ্যোতিষীদের মধ্যে বিভিন্ন রূপ মত ও দেখিতে পাওয়া যায়। আচ্ছা বল দেখি, শুক্র গ্রহে কি জীব থাকিবার সম্ভাবনা আছে ? কোন কোন বৈজ্ঞানিকের মতে, পৃথিবী ভিন্ন অন্য কোন গ্রহ, যদি প্রাণী থাকা সম্ভব হয় তবে মঙ্গল - গ্রহ ও শুক্র গ্রহেই জীবের বাসের সম্ভাবনা বেশী। বৈজ্ঞানিক F. W. Hensel বলেন ইতালী প্রভৃতি স্থান হইতে দূরবীক্ষণের সাহায্যে জল ও স্থলের চিহ্ন শুক্র গ্রহে দেখিতে পাওয়া যায়। আমরা খালি চোখেই চন্দ্রের কলা (Phase) দেখিতে পাই কিন্তু শুক্রগ্রহের কলা পরিবর্তন খালি চোখে দেখিতে পাওয়া যায় না। দূরবীক্ষণের সাহায্যে ইহা দেখিতে হয়। কলা পরিবর্তনের সময় দূরবীক্ষণ দিয়া দেখিলে মনে হয় গ্রহটির কিনারা বন্ধুর। শুক্র গ্রহে পাহাড়পৰ্ব্বত আছে বলিয়াই খুব সম্ভব এইরূপ হইয়া থাকে। মাঝে মাঝে এক একটা স্থান মঙ্গল গ্রহে বড়ই উজ্জল বলিয়া মনে হয়। বৈজ্ঞানিকেরা বলেন যে সেই স্থানগুলি বরফাবৃত বলিয়াই ঐৰূপ হইয়া থাকে। শুক্রগ্রহেও এইরূপ বরফাবৃত স্থানের সন্ধান পাওয়া গিয়াছে। বহুদিন পূৰ্ব্বে বৈজ্ঞানিক বিয়ানচিনি (Bianchini) ইহা লক্ষ্য করিয়া শুক্র গ্রহের উপরিভাগের একখানি মানচিত্র অঙ্কিত করিয়া গিয়াছেন। তাহার সিদ্ধান্তগুলি অনেক জ্যোতির্বিবদ পণ্ডিত কর্তৃক সমর্থিত হইয়াছে।

i