পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভগৱতী -- করিলে শুধু যে তাহা শক্ত হয় তাহা নয় কিন্তু সরুও হইয়া থাকে। ঢাকাই তাতীরা এতদূর ওস্তাদ যে ৩• • নম্বর বিলাতী স্থতাকে পাইট করিয়া ঠিক ৪• • নম্বরের স্থতার মত করিয়া দিতে পারে। যে কাপড়ের স্থত ধোপে কম ফোলে বা ফাপিয়া উঠে তাহাই অধিক দিন স্থায়ী হয়। আমাদের দেশী তাতীরা যে স্থত। তৈয়ারী করে তাহা বেশ পাক থায় বলিয়। ধোপে এল ইয়া যায় না। ইহাই করিয়া মাড় মাখাইয়া ছায়ায় শুষ্ক করিলেই হইল। এইরূপে পোড়েনের স্বতা একেবারে তৈয়ার না করিয়া প্রত্যহ একদিনের বুনিবার মত খানিকটা করিয়া স্থত। প্রস্তুত করিয়া লইত । টানার স্থত। তৈয়ার হইলে পর এক প্রশস্ত যায়গায় গিয়া উহা বিস্তার করিয়৷ তাত্রীর কাপড়ের থান যত বড় হইবে সেই মাপ অনুসারে দুইদাবি গোজ পুতিয় তাহাদের গায়ে লম্বাভাবে স্থতা বিছাইতে থাকে। দুইটি . *...* o .*.*. - র্তীতের ব্যবহারের জন্য টানা স্থতার পুর্বাবস্থা আমাদের দেশী কাপড়ের বেশী) টেকসই হইবার সৰ্ব্বপ্রধান কারণ । পোড়েনের স্থত। কাপড় বুনিবার দুইদিন পূৰ্ব্বে তৈয়ার করিলেই কেন চলে জান ? কারণ টানার স্থতার মত পোড়েনের স্থত একবারে তৈয়ার কব দরকার করে না । ইহার পাইট ও অনেক কম এমন কি ইহাতে যে মাড় লাগান হয় তাহাও অল্প । একদিন বুনিবার মত পানিকটা স্থতা লইয়৷ ২৪ ঘণ্ট জলে ভিজাইয়া পরে নাটাইয়ে পাকাইয়া ও অল্প লাইন সমান্তরাল হওয়া আবশ্বক অর্থাৎ একলাইন হইতে অপর লাইনের ফাক, কোথাও কম বেশী হয় ন যেন সব জায়গায় সমান হয়। এই দিকে লক্ষ্য রাখিয়া বোন হইত। টানার স্বতা বিছান হইলেই উহা সানায় চড়ান হয়। সানায় যতগুলি খাজ থাকে সেই মত সানার নাম দেওয়া হয়। অর্থাৎ কোন সানায় ২৮• • খাজ থাকিলে তাহাকে ২৮ শর সান, ২৬° ৩ খাজ থাকিলে তাহীকে ২৬ শর সান বলা হয়। এইরূপ নামগুলিও কিন্তু শুনিতে বেশ ! o, a R -乐