পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- SJeDBBBSDDD BJY SBB BHH HBBSTTTS গাটোয়ালের ঘাটে কাদে ৰাইশ কাছন নাও । বাইশ কাহন নৌকা কাদে তেইশ কাহন দাড়ী। তাহার মাঝে মাঝে র্কাদে বিশ্বম্ভর কাণ্ডারী ॥ হাতীশালার হাতী কাদে ঘোড়াশালার খোড়া। রাণীরা যে র্কাদে তাতে ভিজে জামাযোড় ॥ এক শত গাভী কাদে গলায় লেজ দিয়া। নয় বুড়ী কুত্তা কাদে চরণে পড়িয় ॥ এক শত রাণী কাদে মৃত্তিকায় গড়াইয়া । অদুমা পছনা কাদে দুই চরণ ধরিয়ু ॥ রাজা সন্ন্যাসী হইয়া দেশে দেশে ঘুরিয়া বেড়াইলেন, গুরুর আদেশে বহু দুঃখ কষ্ট তাহাকে সহ্য করিতে হইল ; এমন কি, অন্যের কেন দাস হ ইয়া অনেক হীন কৰ্ম্মও তাহাকে করিতে হইল। গুরুর পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বহু বৎসর প্রবাসের পরে তিনি f- ----- 5e^A:AMM41||IWE r -- - - on to " 5. 蠍 - nor". ------ סינגלי t o'-- ovno o o o: :M:: *リ o: - *1 o o N -o- ☾ [a שיפצועיי" על 1.Woo - to- --- o ili, রাজবাড়ীর পুরাতনহাতী...তাহারপায়ে লুটাইয়া পড়িল গুরুর আশীৰ্ব্বাদ লইয়া নিজ প্রাসাদে ফিরিলেন। রাজবাড়ীর পুরাতন হাতী, মনিবকে চিনিতে পারিয়া তাহার পায়ে লুটাইয়া পড়িল। শোকে হুঃখে রাণীদের দিন কাটিতেছিল, ভঁাহাকে দেখিয়া সকলে --- সুখী হইল । রাজ সিংহাসনে বসিলেন,— রাজার রাজ্য সুখময় হইল । এই গোবিন্দচন্দ্র বা গোপীচন্দ্রের উপাখ্যান আমাদের দেশে বহু স্থানে শুনিতে পাওয়া যায়। পাঞ্জাবে, মহারাষ্ট্রে, উড়িষ্যায় গোবিন্দ চন্দ্রের সন্ন্যাস গ্রহণের কাহিনী কাব্যে চলিত আছে । বাংলা দেশেই বহু স্থানে মযনামতাঁর ও গোবিন্দচন্দের নাম পাওয়া যায়। রংপুর, কুড়িগ্রাম মহকুমায় আছন-পদুম নদীর নাম আছে ; সেখানে এখনও ময়নামতার ভিটা বা গোপীচন্দ্রের ভিটা দেখান হয় । গুরদের মধ্যে গোরক্ষনাথ জলস্বরের লোক ছিলেন বলিয়া তাঙ্গার নাম হইয়াছিল, —জলন্ধর । এই সময়ে পালরাজাগণ বাংলাদেশে রাজত্ব করিতেন । তাহাদের কীৰ্ত্তিকলাপ লইয়া অনেক গান রচিত হইত। সে সকল গান লোকের। শুনিতে খুল ভালবাসিত । যোগীপাল ভোগীপাল মহীপালের গীত । ইহা শুনিবারে সব্বলোক আমন্দিত ॥ এই বংশের একজন রাজা ছিলেন রামপাল । রামপাল খুব স্যায়বিচারক ছিলেন । তাহার একমাত্র পুত্র প্রজার উপর অত্যাচার করিত,--রাজার ছেলে, কেহ কিছু বলিবে ন, অনেকে এই ভয়ে তাহার উৎপীড়ন নীরবে সহ্য করিত । কিন্তু রাজা সে কথা জানিতে পারিয়া তাহাকে শুলে দেন। রাজা রামপালের এই কীৰ্ত্তি লোকে মুখে মুখে গান গাহিয়া প্রচার করিত। পাল বংশের আর একজন রাজা ছিলেন মহীপাল । দিনাজপুর সহর হইতে ১৬১৭ মাইল দূরে এখনও মঙ্গীপাল দীঘি দেখিতে পাওয়া যায়। লোকে তাহার কীৰ্ত্তির সহিত এতই পরিচিত ছিল যে, কপায় বলিত,—“ধান ভানতে মহীপালের গীত।” এখনও খোজ করিয়৷ মহীপালের গানের সন্ধান বা পরিচয় পাওয়া যায় নাই । به هم متمامه-82 مگاد