পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- (২) যে দেশে কৃষকের সংখ্যা অধিক অথচ জমির পরিমাণ কম, সেখানে কলের লাঙ্গল চালাইলে বহু কৃষককে বেকার বলিয়া থাকিতে হইবে। (৩) বাংলার কষকদের জমি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত; এইরূপ ছোট ছোট ক্ষেত্র সকল চাষ করিবার পক্ষে কলের লাঙ্গলের আকার অতি বৃহৎ, এরূপ ক্ষেত্রে ইহা অনাবশ্যক ও অসুবিধাজনকও বটে । (৪) এই লাঙ্গল চালাইবার সময় ইহার এঞ্জিনটি উত্তপ্ত হইয়া থাকে ; অধিক উত্তপ্ত হইলে উহাকে শীতল করিয়া লইয়া ব্যবহার করিতে হয়। এই কারণে ভারতবর্ষের মত গরম দেশে ইহা ব্যবহার করা নিতান্ত অস্থবিধাজনক । কারণ এখালে এঞ্জিন অল্প সময়েই অতাধিক উত্তপ্ত হইবে এবং উহাকে শীতল করিতে অনেক সময় লাগিবে। (৫) জমিগুলি বৃহৎ ও চৌকা আকারের ইলে কলের লাঙ্গল ব্যবহার করা সহজ ও সুবিধাজনক । কিন্তু আমাদের দেশের অধিকাংশ ক্লষকের জমিই চেীকা আকারের নহে, আয়তনেও বৃহৎ নহে ; এই জন্ত এদেশে কলের লাঙ্গল চালান অসুবিধা জনক । (৬) ইহার কোন অংশ ভাঙ্গিয়া গেলে ৰ অকৰ্ম্মণা চষ্টয়া গেলে কলিকাতা প্রভৃতি বড় সহর ছাড়া উই৷ সারান বা বদলান সম্ভব নহে। সুতরাং গ্রামের বা ছোট সহরের কৃষকের। ইহা চালাইতে গেলে বিপদে পড়িবার সম্ভাবনা । (৭) কাদা জমিতে কলের লাঙ্গল চালান যায় না। ধান প্রভৃতির চারা রোপণ করিতে হইলে রোপণের আগে ক্ষেত্রের মাটী কাদায় পরিণত করিতে হয় ; তাহা না করিলে চারাগুলি মরিয়া যাইবার ভয় অধিক ; এইরূপ কাদা জমির পক্ষে কলের লাঙ্গল মোটেই উপযুক্ত নহে। এই জন্ত ও বাংলা দেশে কলের লাঙ্গল stणtन नरुछ ७ शदिवामनक नग्र । w মই (১৯ নং চিত্র) ও চৌকী লাঙ্গল দ্বারা ক্ষেত্র কর্ষণের পর জমিতে বড় বড় ঢেল থাকে। এই ঢেলা ভাঙ্গিবার জন্ত ও জমি সমতল করিবার জন্ত মই ব্যবহৃত হয় । কোন কোন সময় ঢেলা খুব বড় হইলে একটি কাষ্ঠখণ্ড দ্বারা এই কাজ সম্পন্ন করিতে হয়, ইহার নাম চৌকী। --- কঘি-অক্স মই ৰ চৌকীর উপর বলদের চালক দাড়াইয়। থাকে । মুগুর ( ०१ म९ f5ग ) মুগুরের দ্বারা জমির বড় বড় চেলা ভাঙ্গা যায়। ইহা হাতে লইয়া পিটাইয়া ঢেলা ভাঙ্গিতে হয় । বিদে জোয়ালে গরু জুড়িয়া লাঙ্গলের ন্যায় হাতল ধরিয়া ইহা চালাইতে হয়। জোয়ালের দুই মাথা হইতে দুইটি দড়ি বিদের দুই পাশে বাধা থাকে । ইহা চালাইয়া মাট আলোড়িত ও চূণ করা যায়। বিদের দাতগুলির সাহায্যে মাটীর মধ্যে গাছ-পালার যে সকল শিকড় থাকে, তাহ আটকাষ্টয়া যায়। লাথার ( ১নং চিত্র ) ঘন ঘাসে আবৃত জমির উপর দিয়া লাঙ্গল চালাইতে খুবই অসুবিধা হয়। মাদ্রাজ, বোম্বাই ও মধ্য প্রদেশে বাখার নামক এক যন্ত্র চালাইয়া এইরূপ ঘন জমির ঘাস কাটিয়া লওয়। হয় । ইহা দ্বারা ঘাসও কাটিয়া যায় ও মাটি ও ভাসা ভাসা ভাবে আলগা করিয়া দেয় । জমি দুই তিনবার চাষ ও মই দেওয়ার পরে এই যন্ত্রের সাহায্যে জমির ঢেলা ইত্যাদি ভাঙ্গিয়া জমি উত্তমরূপে পস্থত কলা যায় । ডলন। ডলনা একটি কাষ্ঠখণ্ড ; সাধারণতঃ ইহা ৫ হাত লম্বা, আধ হাত চওড়া ও ৮১ • আঙ্গুল পুরু হয় । ডলনার দ্বারা দুইটি কার্য্য করা যায় ; (১) আলগা জমি শক্ত করা, (২) জমির ঢেলাগুলি ভাঙ্গিয়া দেওয়া ও জমি সমতল কর । ভলনার দুই প্রান্তে দুইটি দড়ি দিয়া বলদ বাধিয়া দিতে হয়। চালক ডলনার উপরে দাড়াইয়া বলদ চালায় আচড়া ( ১৫ নং চিত্র ) এই যন্ত্র বিদের মত। তবে উহা ওজনে বিদে श्रc°क्र। शशका ७ हेक्षां ब्र नैiड७नि वन घन । वैौण e00 TA SSASAS SSAS SSAS