পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ماههها همه هم م{E] 回* fiets জম্বুরিত হইবার পর চারা গাছগুলি একটু বড় হইলে জমির মাট আলগা করিয়া দিতে হয়। বৃষ্টির পর মাট শক্ত হইয়া গেলেও ঐ শক্ত মাটা আলগা করিয়া দিবার বিশেষ প্রয়োজন হয় । এই কায্যের জম্ভ আচড়া ব্যবহৃত হয়। আচড়া ও লালদের সাহায্যে চালাইতে হয়। উষ্ঠা চালাইবার সময় উহার দাতের সঙ্গে কতক কতক চার গাছ উপড়াইয়ু যায়। ইহাতে শস্ত পাতল করিয়া দেওয়ার কার্যাও সাধিত হয়। পুরপা, (২ নং চিত্র) নিড়ান, কাস্তে, (৩ নং চিত্র) হাত-কোদাল প্রভৃতি এই সকল কৃষি-ধগ্ন আকারে খুব ক্ষুদ্র। ইহারা সকলেহ ই স্থ-চালিত। চহাদের সাহাধো জমি আলুগা করিয়া দেওয়া হয় ও জমি ইহঁতে আগাছা বাছিয়া দেওয়া যায়। কাস্তে দ্বারা শস্ত কাটাও হয় । এখন কতকগুলি উপযোগী বিলাতী যন্থের কথা ৰণা হইতেছে । c%"II: (Scraper) ( ১৮ নং চিত্র ) মহ চৌকী ও ডলনার দ্বারা জমি সমতল কর। যায় বটে কিন্তু এই সকল যন্ত্র বেশী দূর হইতে মাটী টানিয়া মানিয়া জমির নিম্ন স্থান ভরাট করিবার পক্ষে তত উপযোগী নয়। স্ক্রেপার নামক এক প্রকার বিলাতী যন্ধের সাeালো এই কাৰ্য্য উত্তমরূপে সাধিত হয়। এই যন্ত্র এক জনে এক জোড়া বলদের সাহায্যে চালাইতে পারে। -- • با 8د ه-به-ه-به-ه-به-ه------------------------------------ ইহা ছাড়া কোদাল জাতীয় বিলাতী লভেল ও স্পেগড় নামক দুই-প্রকার কৃষি যন্ত্র (১৪ নং ও ১৬ নং চিত্র) জমির মাটী সমান করিবার কাজে ব্যবহৃত হয়। fgo ostral (Disc harrow) ( ১৩ নং চিত্র ) এই যন্ত্রের দ্বারা জমির ঢেলা মই, চৌকী ও ডলনা অপেক্ষা সুচারুরূপে ভাঙ্গ যায় । storf (Grubber) | এই ধন্ত্রের সাহায্যে জমি উত্তমরূপে ভাঙ্গিয়ালওয়া যায় এবং সাব সয়েল লাঙ্গলের দ্যায় ইহা দ্বারা জমি গভীর ভাবে চাষ করা যায়। fata-il avia-o. (Seed Drill) এই ধঙ্গের সাহায্যে বীজগুলি সমান্তরাল ভাবে শ্রেণীবদ্ধ হইয়া একটি হইতে আর একটি সমান দূরে এবং সমান গভীরতায় পতিত হয়। সুতরাং এইরূপ ভাবে রোপিত বীজ হইতে উৎপন্ন শস্তের তদ্বির করা সহজসাধ্য হয় । (?| ( ৬ নং চিত্র ) শ্ৰেণীৰদ্ধ ভাবে উৎপাদিত শস্তের মধ্যবৰ্ত্তী স্থান উস্কাইবার ও নিড়াইবার জন্য এই যন্ত্র খুবই কার্যকরী। ---