পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- تتمتعت LIIA -*r* -ു - F リースご りリー +|fడ(£ স্বৰ্গজয়ের বিড়ম্বন৷ স্বৰ্গজয়ের বিড়ম্বন (The wicked Prince) গল্পটি হেনস্ এণ্ডারসনের পরীর গল্পের অম্বুবাদ । এখানে এণ্ডারসনের পরিচয় দিতেছি। এগুরিসন ছিলেন মুচির ছেলে। মা ছিল তার ধোপানী। ১৮•৫ KDSBDDD tMBB DDD BBBB 0SDDD S SLLLLS BBB BB তাহার জন্ম হয়। হেনসের বয়স যখন মাত্র এগার বৎসর, সে সময়ে তাহার বাবার মৃত্যু হয়। বিধবা মাতা বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাহায্যে ছেলের ও নিজের ভরণ-পোষণ নিৰ্ব্বাহ করেন। এণ্ডারসেনের মা লেখাপড়া জানিতেন না। তারপর সেকালের লোকের মত নানাপ্রকার আজগুবি গল্প-গুজব ও ভূত-প্রেত বিশ্বাস করিতেন এবং তার অনেক কুসংস্কারও ছিল। তা সত্ত্বেও তার মনের জোর ছিল খুব বেশী। তিনি ছেলের কাছে দৈত্যদানা, ডাকিনী ও ভূত-প্রেতের কাহিনী ও নানা ছড়া ৰলিয়া যাইতেন । হেল্স্ অসীম আগ্রহের সহিত তাহা শুনিতেন । এওরেসেনকে স্কুলে পাঠান হইয়াছিল, কিন্তু স্কুলের পাঠ্য বইয়ের দিকে র্তাহার বড় একটা মন ছিল না। খেলা-ঘরের রঙ্গালয়ে অভিনয় করিয়া, কবিতা ও ছড়া রচনা করিয়া, গল্প বলিয়া তাহার দিন কাটিত । হেনসের গল্প বলিবার ক্ষমতা এমন অসাধারণ ছিল যে, পথের ধারের একটি ফুল দেখিয়াও তিনি ছোটদের কাছে ফুলপরীর গল্প মুখে মুখে তৈয়ারী করিয়া বলিয়া যাইতেন। যত রাজ্যের রাজপুত্র ও রাজকন্তার কথা, যত ছিল ভূত প্রেত, দৈত্য-দানা, সকলের কাহিনীই তাহার মাথার ভিতর কে যেন আলিয়া যোগাইয়া দিত। ছোট ছোট ছেলেমেয়েরা হেনসের এই গল্প শুনিতে শুনিতে বিভোর হইয়া যাইত। তারপর— তারপর-রাজপুত্রের কি হইল ? এমনি সব কৌতুকজনক প্রশ্নে তাহাকে অস্থির করিয়া তুলিত। ইহাতে হেনসের খুৰ আনন্দ হইত। হেনস বেচারার ভবিষ্যৎ ভাবিয়া ওডেন্সের লোকের নিরাশ হইয়া পড়িয়াছিল । তাই ত, বিধবার ছেলেটা একেবারে বোকা হইল । হেনস্ এণ্ডারসেন