পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AASAASAASAAAS ծ8WՆՓ - স্কুলে লেখাপড়া কিছুই হইল না। অভিনেতা হইবার-ইচ্ছা এবং জাগ্রহও ছিল খুব, কিন্তু তাহকে পাগল মনে করিয়া নাটকের দলের লোকেরাও কেহ লইল না। স্কুলের সহপাঠীরা তাহাকে নেহাৎ বোকা BB BBD DSBBB BBBS BBB BB BBBS BBB BB BBB BB C DDS B BBBBB DDD ব্যতিব্যস্ত হইয় পড়িয়াছিলেন। পাঁচ বছর স্কুলে যাওয়ার পর এণ্ডারসেন স্কুলের সীমা ছাড়িয়া সোয়াস্তির নিঃশ্বাস ফেলিলেন। নানারূপ বাধা-বিয়ের মধ্যেও তাহার সাহিত্যের প্রতি অনুরাগ হ্রাস পায় নাই। ১৮২২ খৃষ্টাব্দে হেনসের প্রথম কবিতার &# “The Ghost at Palnatoke's Grave, and other Poems” প্রকাশিত হইল। তারপর একে একে আরও অনেক কবিতার বই লিখিলেন, গল্পের বই লিখিলেন, উপন্যাস লিখিলেন, ভ্রমণ-কাহিনী ও নাটক লিখিলেন কিন্তু দেশের লোকের কাছে কোন কিছুরই আদর श्त न । একদিন তাহার যশের সোণার দুয়ার গুলিয়া গেল। ১৮১৫ খৃষ্টাব্দে হেনসের প্রথম বই পরীর *ts (Andersen's First book of fairy Tales) cAzIR «tfss e£*, sxfA stf3frc* ðtxIz «ntfs প্রচারিত হইল । লোকে মুখে মুখে “The steadfast. Tin Soldier.” “The Storks” of: যে সকল ছোটদের গল্প শুনিয়াছে, আজ সেইগুণি ঠাকুরমা ও দিদিমার মুখের ভাষাটি কাড়িয়া লইয়া যখন ছাপার অক্ষরে বাহির হইল, তখন ছোটদের মনে রাজ্যে সত্যসত্যই অজানা দেশের পরীরা যেন মূৰ্ত্তি গ্রহণ করিয়া আসিয়া দেখা দিল। এণ্ডারসেনের নাম ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে ছড়াইয়া পড়িল । শুধু কি তাই ? একদিন এই ‘মুখ’ ও ‘খেয়ালি লোকটিকে যাহার। ঘৃণা করিতেন, তাহারাও তাহার BBBB BBB BBBB S BBBBBB BBBB BBBB BBBB BB BBB BBBBBD BB ধরিয়াই চলিতে লাগিলেন। বুঝিতে পারিলেন, ছোটদের গল্প বলাই হইতেছে তাহার জন্মগত অধিকার। পৃথিবীর সব দেশে তাছার নাম ও খ্যাতি ছড়াইয়া পড়িল। এণ্ডারসেন নানা দেশে বেড়াইতে লাগিলেন, নানা দেশের রূপকথা সংগ্ৰহ করিতে লাগিলেন, ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে মিশিতে লাগিলেন, দিন দিনই তাহার পাঠকের সংখ্যা বাড়িতে লাগিল । একদিন যে সকল বড় লোক তাহার BB BBS BBBB BB BB BBBBS BB BBBB BB BBBS BBB BBB BBB BBB লাগিলেন। মিসেস ব্রাউনিং (Mrs Browuing) ইংরাজদের মধ্যে একজন বড় কবি ; তিনি এণ্ডারসনের নামে কবিতা লিখিলেন ; ইহাতে এণ্ডারসেন,অত্যন্ত গৌরব মনে করিয়াছিলেন। হেনস যখন পথ দিয়। যাইতেন, তখন ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে চীৎকার করিয়া বলিত, “a can coat aston't ston I (There goes the great Hans Andersen”) একবার একট। খবরের কাগজ তাহার বইয়ের সম্বন্ধে খুব অপ্রিয় সমালোচনা করিয়াছিল। তাহাতে তিনি মনে অত্যন্ত আঘাত পাইয়াছিলেন। তাহার এক বন্ধু বলিলেন “হেনস্। সারা ইউরোপযোড়া তোমার নাম-যশ:-দেশের একটা ছোট কাগজে তোমার বিরুদ্ধে কি লিখলে বা ন লিখলে তাতে তোমার দু:খিত হবার কি আছে ?” হেনসের দুই চক্ষু বহিয়া জল পড়িতে লাগিল। তিনি বলিলেন, ভাই, বিদেশের লোকেরা আমার নিদ করিলে দোষের হয় না, কিন্তু আমার আপনার দেশের লোকেরা যে আমার অপযশ করিল, তাহাতেই আমার প্রাণে বেদন লাগিয়াছে। তাহার মনে এই বলিয়। দুঃখ হইয়াছিল যে দেশের লোকেরা তাহার জীবনের প্রথম ভাগেও যেমন আদর করে নাই, শেষ জীবনে যখন ইউরোপের সব দেশের লোকের কাছে তাহার প্রতিপত্তি হইল—তখনও কি না সেই পুৰ্ব্বেরই মত অনাদর! হেনসের মনটি ছিল শিশুর মত সরল, কোমল ও ভাবপ্রবণ। মৃত্যুর কিছুক্ষণ আগে বলিয়াছিলেন, “কি স্বন্দর এ পৃথিবী। আর আমি কেমন স্বর্থী ! How beautiful the world is,— how happy I am.) >vo • খৃষ্টাব্দের ৪ঠা আগষ্ট হেনস্এণ্ডারসেনের মৃত্যু হইয়াছে। পৃথিবীর শিশুদের কাছে কোন দিন এণ্ডারসেনের নাম পুরাতন হইবে না। তিনি সারা জীবন গল্প বলিয়া শিশুদের মনোরঞ্জন করিয়া গিয়াছেন। ] F. 4 স্বাগজক্রোন্স লিড়ম্বলা --- -