পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

foots-outosol ------ - স্বগঞ্জয়ের বিড়ম্বন প্রায় দুশো বছর আগে কোনও এক দেশের রাজা ছিলেন ভয়ানক লোভী। তার বেশ বড় রাজাই ছিলো কিন্তু তাতে র্তার মন উঠতো না । তিনি চাইতেন যে, তিনি পৃথিবীর একচ্ছত্র সমাট হবেন। সেই রাজা র্তার সব সৈন্য ও যুদ্ধের জন্ত তীর-ধনুক, রসদ প্রভৃতি নিয়ে প্রতি বছরই দেশ জয় , করতে বেরোতেন। রাজা যেখানে যেতেন, সেইখানেই তার সৈন্তেরা সব কিছু ধ্বংস করতে, তাদের নিষ্ঠুর হাত থেকে কিছুই বেচাই পেতে। না। যে দেশ জয় করতে যেতেন, লেই দেশের শস্তহামল মাঠের উপর দিয়ে সেই রাজা তার সৈন্যদের চালিয়ে নিয়ে যেতেন, আর তাঁদের পায়ের চাপে সব শস্য নষ্ট হয়ে যেতো। তার ফলে দেশের লোকদের বহুদিন ধরে অনাহারে থাকতে இ{இ - "A | r o * -o -- - - হতো। সেই রাজা যে দেশ জয় করতেন,সেই দেশের কেবল যে ফসল নষ্ট করতেন, তা নয়। দেশের উপর দিয়ে যাৰা র সময় সব গরীব লোকদের কুঁড়ে ঘরে অtগুন লাগিয়ে দিয়ে মজা দেখতেন । এই সব কুঁড়ে ঘরের আগুন হু হু করে আকাশ পর্য্যস্ত উঠতো আর আtশ পাশের ফলগাছের ফলগুলি পর্য্যশু আগুনের তাতে নষ্ট হতো। ক্ষিদে পেলে কেউ যে শুধু ফল খেয়ে থাকবে, তারও কোনো উপায় পাকতো না । ছোট ছোট ছেলেমেয়ে কোলে ক’রে আগুন-লাগা বাড়ী থেকে সব মেয়েপুরুষ গাছতলায়,আশ্রয় নিতে। বর্ষার বৃষ্টির জলে ও শীতকালের কনকনে ঠাণ্ডায়, অনাহারে তাদের যে কি কষ্ট, তা তোমরা না দেখলে কল্পনাও করতে পারবে না। যুদ্ধ জয়ের উপাখ্যান আমরা খুব আনন্দ Ֆ8ՎԵՆ 零ー -- " _** o -- میم ،C జీ كاديمية 「ナ 。 o o -- *。ムリー ســكص গরীব লোকদের কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে মজা দেখতেন ও আগ্রহের সঙ্গে পড়ে থাকি, :- কিন্তু যে দেশ জয় করা হয়, চেষ্ট্র সে দেশের উপর দিয়ে যে কি - রকম বিপদ যায়, তা বলে’ বোঝানো খুব কঠিন। রাজামশাই তার সৈন্যদের নিয়ে যাবার সময় অনেক বার ঐ সব কারণ ও কষ্টদায়ক দুগু দেখেছেন, কিন্তু অন্ত সকলের কাছে সেই সব দৃশু ভীষণ হ'লেও রাজামশাইয়ের কাছে সে সব খুব আনন্দদায়ক ছিলো। । রাজা দেখতেন যে, তার চোথের সামনে দেশের সব লোক ঘরছাড়া হ’য়ে শীতে বা বর্ষায় না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে ও মারা যাচ্ছে, তবু তিনি মনে করতেন যে, তিনি ঠিকই করছেন। রাজার পরাক্রম ও সৈন্যবল ছিলো অনেক, কিন্তু তার যুদ্ধ-জয়ের ফল হতে এই রকম ধ্বংস ও দারুণ ছভিক্ষ । - - দিনের পর দিন যায়, - o of Woo. 鷺 மு - - ங் | - - রাজার ক্ষমতা বেড়েই চললো। কারণ, এক দেশের |4. } ایۓ۔۔۔ : a。一ー?」にて。 পর এক দেশ তার অধীনে

  • -i-...--" ২" =مــعــــچ . .۲ o আসতে লাগলো। তার নাম 愛エ と "ぶ* শুনলে দেশের সব লোকে

- ভয় পেতো, এমন কি, যে সব ডানপিটে ছেলেরা তাদের মা-বাবার কথা শুনতো না, তাদেরকে পর্যান্ত তাদের মা-বাবার। ঐ রাজার নাম বলে" ভয় দেখিয়ে শাস্ত ক’রে রাখতেন। রাজা যে-সব দেশ জয় করতেন সে-সব দেশ থেকে লহু ধন-সম্পত্তি লঙ্গে করে নিয়ে আসতেন। এতে র্তার রাজধানীর সম্পদ ক্রমশঃই বেড়ে উঠলো। পৃথিবীতে আতে! সমৃদ্ধিশালী রাজধানী তখন আর কোথাও আর ছিল না। সেই রাজা তার অধীন সব দেশ থেকে অজস্র টাকা-কড়ি পেতে লাগলেন, আর তাই দিয়ে রাজধানীতে অনেক ভালো ভালো মন্দির, রাস্তা, বাগান, প্রাসাদ প্রভৃতি তৈরী করাতে লাগলেন। সেই রাজধানীর লোকজন দেখতে যে, তাদের দেশের সম্পদ ও ঐশ্বৰ্য্য দিন দিন বেড়ে যাচ্ছে আর তাই দেখে তারা সবাই বলাবশি করতো,—ও । খুব শক্তিশালী রাজা তো ! তারা যখন ঐ ভাবে -- L

  • つ。