পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেলেকদুর মত উড়িয়া আসিয়া প্রিয় কুশাসনে বসিলেন । ৮। বীরের স্যায়, বেগযুক্ত যোদ্ধার স্বায়, যশের আকাঙ্ক্ষায় চেষ্টাশীল ব্যক্তির স্বায়, মরুদ্ৰগণ যুদ্ধে খুব যুঝিয়াছেন। সকল প্রাণী মরুংদের ভয়ে ভীত হয়, কারণ এই বীরগণের মূৰ্ত্তিতে রাজার স্বায় দীপ্তি আছে । ৯ । ত্বষ্ট সহস্রধারাযুক্ত স্বর্ণময় সুন্দর ভাবে কর বঞ্জ যখন গড়িলেন, ইন্দ্র বলবান বৃত্রের উপর প্রহার করিবার জম্বা উহা ধারণ করিলেন এবং তাহার দ্বারা বুত্রের সংহার করিয়া আবদ্ধ জলের ( বৃষ্টির ) স্রোত ছাড়িয়া দিলেন। ১০ । দানশীল মরুদগণ সেই জলের ফোয়ারা জোরের সহিত তুলিয়া নীচে ফেলিয়া দিয়াছেন, অতি দৃঢ় পৰ্ব্বত (মেঘ) গুলিকে ভাঙ্গিয়া ফেলিয়াছেন ; তাহারা সোমের নেশায় মত্ত হইয়া বঁাশি বাজাইতে বাজাইতে অদ্ভূত কাজ করিয়াছেন। ১১ । তাহারা জলের কোয়ারা কাত করিয়া ফেলিয়া দিয়াছেন এবং আমার জন্ম —তৃষ্ণাৰ্ত্ত গোতম ঋষির জন্য—সেই জলধারা ঢালিয়া দিয়াছেন। বিচিত্র দীপ্তিযুক্ত মরুদগণ আসিয়া কবির সাহায্য করিতেছেন —নিজেদের মহিমায় আমার কামনা পূর্ণ করিয়াছেন। ১২ । হে মরুদগণ, যে লোক আপনাদের সেবায় খুব পরিশ্রম করে, তাহার জন্য স্বর্গ অন্তরীক্ষ ও পৃথিবী, এই তিন জগতের যে আশ্রয় ও সম্পদ আপনার দিয়া থাকেন, তাহা আপনাদের উদ্দেশ্যে যজ্ঞকারীকে দিন, তাহা অামাদিগকে দিন। হে বীরগণ, বীরপুত্রযুক্ত ধনে আমাদের ধনী করুন।


55-2T (৪) বিষ্ণুর স্বতি ( ১মঃ। ১৫৪ সূ: ) ১। বিষ্ণু খুব দূর পর্যন্ত বিচরণ করিয়া এবং তিন রকমে পা ফেলিয়া পুথিবীর সকল স্থান মাপিয়া লইয়াছেন এবং উপরে যেখানে দেবতারা বাস করেন সেই স্বৰ্গকেও থাম দিয়া সোজা করিয়া দিয়াছেন। এই বিষ্ণুর শক্তির পরিচয় দিব । ২ । পৰ্ব্বতবাসী, সকল স্থানে গতিশীল, ভয়ানক জন্তুর (বাঘের) মত শক্তিশালী বিষ্ণুর শক্তির জন্য লোকে তাহার প্রশংসা করে। যেখানে তিনি র্তাহার বড় বড় পা ফেলিয়াছেন, সেই তিন স্থানে সকল প্রাণীই বাস করে । ৩৪। পৰ্ব্বত, উচ্চস্থাননিবাসী, দূর পৰ্য্যস্ত বিচরণশীল, বলবান বিষ্ণুর কাছে এই আবেগযুক্ত স্তুতি পৌছাইতে চাই, যিনি এক তিনবার পা ফেলিয়৷ এই বিস্তৃত জগৎ মাপিয়া লইয়াছেন, যাহার মধুময় ক্ষয়হীন তিন পা নিজ শক্তিতে ভরপুর হইয়া আছে, যিনি এক পৃথিবীকে, স্বৰ্গকে এবং সকল প্রাণীকে তিন ভাবে ধারণ করিয়াছেন । ৫ । সেই দূর পর্য্যস্ত গতিশীল বিষ্ণুর প্রিয় স্থানে যাইতে চাই, যেখানে দেবতাদের ভক্তেরা গিয়া আনন্দ অনুভব করেন, যে পরম পদে (সৰ্ব্বোচ্চ স্থানে) বিষ্ণুর নিজের মত মধুর ফোয়ারা আছে। ৬। ইশ্র এবং বিষ্ণুর সেই সেই লোকে যাইতে চাই, যেখানে বড় বড় শিংওয়ালা চঞ্চল গরুগুলি অাছে। সেই বিশালগতি বলবান বিষ্ণুর পরমপদ নীচের দিকে দীপ্তি পাঠাইয়া দিতেছে।

  • ՀՊ --