পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

---------- অঙ্গার যুগ ও পাথুরে কয়লা তোমরা পখিবে কথা bেন - -- - - 2--- ত - গছ হতে পড়ে যে " ১৪১৮ পৃষ্ঠার পর - কম্বল খোলী ঠয়, তাকেই বলে শনিজ বা পাথুরে কমলা । এই কয়লা আমাদেব বৰ্ত্তমান যুগের সভাতার একটা প্রধান উপাদান। এর থেকে গ্যাস্ বের করে বড় বড় শহরে আলো দেওলা হব । এবষ্ট জোবে রেলগাড়ী, জাহাঙ্গ, মস্ত মস্ত পাটের কল কাপড়ের কল চলে। এরই সাহাধে রাঙ্গ মাটি পুড়িয়ে লোe1; পের করা হয়, আবার সেই লোখ থেকে চম্পাত তৈরী হয় । রাণীশল্পে যদি পাথুরে কয়লাল গনি না ; বেরোত, তাহলে জামশেদপুরে, বরাকলে লোহার । কারখানাও চতন । নিউকাসূলে, ওয়েলসে, যদি মাটির ভেতর কয়লা না থাকত, তাহলে ম্যাঞ্চেঙ্গারে কাপড়ের কলও হত না, শেফিল্ডে লোহার কারপান ও হত না । ইংলণ্ডের এ জগৎ জোড়া সামাজ ও হত না । ভূতত্ত্বৰিং হল্যা ও সাহেল তাই বলতেন যে, মামাদের বাঙ্গলা দেশেল আশে-পাশে মাটিতে লোহা আর কয়লা এত আছে যে, একদিন এই দেশ । ইংলণ্ডের মত কল-কারখানায় সমৃদ্ধ হয়ে উঠবে। নিশ্চয়ই উঠবে, যদি তোমরা ভাবতবর্ষের ছেলেমেলেরা দিবারাত্র ঘুম না দাও। তোমাদের মাথায় ভগবান বুদ্ধি দিতে ত কস্থর করেন নাই, কোমর বেঁধে দাড়ালে সবই করতে পারবে , তোমরা । 4 ים מכי معيم -- t" r —s $3; % কয়লার এত গুণগান করছি النمو") ه" আচ্ছা, তোমরা কি এ কথা ভাৰছ যে, আমি মিছেমিছি কয়লার কোন দরকাব নেই, বিড়াতের শক্তিতে তোমরা কল চালাবে, রেল ছেটাবে, সইরে বেশিনাই করবে ! তা করতে পার, কিন্তু অত বিস্থাৎ তোমার আসবে কোথা থেকে ? যে দাইনেমে কল চালিয়ে বিজলী তৈরী করতে হবে, সে ডাইনেমে চলৰে কিসের জোবে ? ই'চার জায়গায় নয়েও কি কাবেরীব মতন জলপ্রপাতের জলের তোড়ে চাকা বসিমে কল চালাতে পার। কিন্তু বেশীর ভাগ সহরে কয়ল। পড়িগে চাইমেমে চালাতে হবে । তোমদেব মত বুদ্ধিমান ছেলেমেয়ে হয়ত আবার একটা খুঁত ধরবে। য়ত বলবে যে, মোটরগাড়ী উডো জাহাজ, এগুলো চালাতে ত আর কয়লা দরকার ছল না। হয় না, আমি মানি । কিন্তু পেটোল, কেরোসিন এরা যে কয়লারই ছোট ভাই । একই জননীর গর্ভে এদেব জন্ম। ত৷ ছাড়া, কি জান, পেট্রোল, কেরোসন পৃথিবীতে পূব বেণী নেই, এত নেই যে, তাই দিয়ে দুনিয়ার সব কল-কাবথান একটি মাসও চলতে পারে। উপরন্থ, আজকাল সকল দেশেই যে রকম উড়ো জাহাজের বহর হয়েছে, আর কিছু দিন পরে তাদেরই থোরাক জোগান কঠিন হয়ে উঠবে। কল চালাবার জন্য পেট্রোল পাবে কোথায় !


l,