পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-• वमल्ल-छोक्न গিয়াছেন। তাছার শিক্ষা ও উপদেশ বেশ প্রণালীবদ্ধ ছিল। এই মহাপুরুষের জীবনীসম্বন্ধে সব কথা ভাল কবিয়া জানা যায় না। সম্ভবতঃ তিনি এক গ্রাম হইতে অন্ত গ্রামে, এক পাহাড় হইতে অন্য পাহাডে যাতায়াত করিতেন এবং কীৰ্ত্তন করিয়া বেড়াইতেন বলিয়াই তাহার নাম-যশ এবং সঙ্গে সঙ্গে ধৰ্ম্মমত এত সুপ্রচারিত হইয়াছিল। ১৬৫৪ খ্ৰীষ্টাব্দে সাতারায় আসিয়া দশ বৎসর কাল আপনার মনে ধ্যান-ধারণা এবং অভঙ্গ রচনা কবেন । তাছার বচিত গ্রন্থের মধ্যে 'দাসবোধ’ ফুট অভঙ্গ, মনাচে শ্লোক ও সমাস আত্মারাম প্রসিদ্ধ। রামদাস যে কেবল অভঙ্গ রচনা করিয়াই প্রসিদ্ধি লাভ করিখছিলেন, তাহা নহে। চিঠিপত্র লিখিতেও তাহাব অসাধারণ জ্ঞান ছিল। তিনি কথন কোথায় থাকিতেন, তাছার কোন স্থিরতা ছিল না বলিয়া শিষ্যগণ তাছার নিকট পত্র লিখিয়া উপদেশ গ্রহণ করিতেন। রামদাসও শিষ্ণুবৰ্গকে নানা বিষযে উপদেশ দিয়া পত্রোত্তর দিতেন। সে

  • ां द्रलौ ६र्ण

সকল পত্রের মধ্যে র্তাহার ভাষা, বিষয়ঙ্কান ও রাজনীতি সম্বন্ধে অসাধারণ দূরদৃষ্টি প্রকাশ পাইত। RY সে সময়ে দেশের প্রধান ও অপ্রধান বহুব্যক্তি তাহার শিযু হইয়াছিলেন। ছত্রপতি जैत्रभिष्टौनि मन्नित्र-जयनुप् তাহার একজন শিয্য ছিলেন। শিবাজী তাছার শেষজীবনে গুরু রামদাসের সহিত কি ধৰ্ম্ম সম্বন্ধীয় ব্যাপাব, কি বাজকীয় ব্যাপার—প্রত্যেক বিষয়েই তাহার গুরুল সহিত পরামর্শ করিয়া করিতেন। রামদাস সৰ্ব্বদা তীর্থ পৰ্য্যটন করিয়া বেড়াইতেন এবং কখন কোথায় থাকিতেন, তাচার কোনও স্থিরতা ছিল না বলিয়া সাতার হইতে ছয় মাইল দুরে পারলী নামক পৰ্ব্বতোপরি যে একটি দুর্গ আছে, স্বামীর নিবাসেব জন্ত ঐ স্থান শিবাজী র্তাহাকে দান কবেন। স্বামিজী এখানে স্থায়ী ভাবে বাস কবিতে আরম্ভ করিলে পর নানা স্থান হইতে সাধু-সন্ন্যাসী তাছাকে দেখিবার জন্ম আসিতেন। সজ্জনেরা আসিতেন বলিয়া এই স্থানের নাম সজ্জনগড় বলিয়া বিদিত হয়। স্বামিঞ্জীর ব্যয়-নিৰ্ব্বাহাৰ্থ শিবাজী মহারাজ নিকটবৰ্ত্তী কয়েকটি গ্রাম জাইগির স্বরূপ দান করেন। কোন্দোপন্ত নামক একজন কৰ্ম্মচারী স্বামিজীর হইয়া সমুদয় হিসাব-পত্র করিতেন ও প্রয়োজনীয় >