পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"> RS শ্রীকান্ত সুতরাং সাধুবাবা অবিচলিতচিত্তে তথায় অবস্থান করিরার সঙ্কল্প করিলেন । একটুখানি ধুনির ছাই এবং দুফোঁট কমণ্ডলুর জলের পরিবর্তে যে সকল বস্তু হু হু করিয়া ঘরে আসিতে লাগিল, তাহ৷ সন্ন্যাসী, গৃহা কাহারও বিরক্তিকর হইতে পারে না। রামবাবু সস্ত্রাক কাদিয়া আসিয়া পড়িলেন । চারিদিন জ্বরের পর আজ সকলে বড়ছেলের বসন্ত দেখা দিয়াছে, এবং ছোটছেলেটি কাল রাত্রি হইতেই জ্বরে অচৈতন্য । বাঙ্গালী দেখিয়৷ আমি উপযাচক হইয়া রামবাবুর সহিত পরিচয় করিলাম । দিন-পনের পরে, রোগের যখন বড় বাড়াবাড়ি, তখন সাধুজা তাহার আস্তান। গুটাইবার প্রস্তাব করিলেন । রামবাবুর স্ত্রী কাদিয়া বলিলেন, সন্ন্যাসাদাদা, তুমি ত সত্যিই সন্ন্যাসী নও— তোমার শরীরে দয়া-মায়া আছে । আমার নবীন, জীবনকে তুমি ফলে চলে গেলে, তারা কখখনো বাঁচবে না । কই, যাও দখি কেমন ক’রে যাবে ? ৱলিয়। তিনি আমার পা ধরিয়া ফেলিলেন । সাধুবাবাকে বলিলাম, প্রভু, তোমরা অগ্রসর হও; আমি পথের মধ্যে ন পারি, প্রয়াগে গিয়া যে তোমার পদধূলি মাথায় লইতে পারিব, তাহাতে আর সন্দেহ নাই। প্রভু ক্ষুণ্ণ হইলেন। শেষে নিরর্থক কোথাও বিলম্ব না করি, সে বিষয়ে বারংবার সতর্ক করিয়া দিয়া সদলবলে যাত্র করিলেন । আমি রামবাবুর বাটতেই রহিয়৷ গেলাম । ছেলে দুটি সারিয়া উঠিল । মারা এইবার প্রকৃতই মহামারীরূপে দেখা দিলেন । অতএব লোক পলাইতে আরম্ভ কবিল