পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

볼 শ্ৰীকান্ত কি হবে ভাই ? বলিতে বলিতেই অদম্য বাম্পোচ্ছাসে আমার কণ্ঠনালী রুদ্ধ হইয়া গেল। এই অন্ধকারে এই ফাদের মধ্যে খুন করিয়া এই ক্ষেতের মধ্যে পুতিয়া ফেলিলেই বা কে নিবারণ করিবে ? ইতিপূর্বে পাচ-ছয় দিন ইন্দ্র নিবিবঘ্নে প্রস্থান করিয়াছে, এতদিন ধরা পড়িয়াও পড়ে নাই, কিন্তু আজ ? সে মুখে একবার বলিল, ভয় নেই। কিন্তু গলাটা তাহার যেন কঁাপিয়া গেল । কিন্তু সে থামিল না । প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল । সমস্ত চড়াটা জলে জলময় । তাহার উপর আট-দশ হাত দীর্ঘ ভুট্ট এবং জনারের গাছ । ভিতরে এই দুটি চোর। কোথাও জল এক বুক, কোথাও এক কোমর, কোথাও হাটুর অধিক নয়। উপরে নিবিড় অন্ধকার, সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল ; পাকে লগি পুতিয়া যাইতে লাগিল, নৌকা আর একহাতও অগ্রসর হয় না। পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবাৰ্ত্ত। কানে আসিতে লাগিল । সহসা নৌকাটা একটু কাত হইয়াই সোজা হইল। চাহিয়} দেখি, আমি একাকী বসিয়া আছি, দ্বিতীয় ব্যক্তি নাই। সভয়ে, ডাকিলাম, ইন্দ্র ? হাত পাঁচ-ছয় দূরে বনের মধ্য হইতে সাড়া আসিল, আমি নীচে । নীচে কেন ? ডিঙি টেনে বার করতে হবে। আমার কোমরে দড়ি বাধী, আছে ।