পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩ ) জৈবধৰ্ম্মের লেখক-মঙ্গোদয় শ্ৰীভগবানের ঐকান্তিক সেবক স্থত্রে প্রেমভক্তিময়বিগ্রহ এবং শ্রীচৈতন্যচন্দ্রের অত্যন্ত প্রিয়জন । র্তাহার আমল চরিত্র ও ভগবানে প্রগাঢ় সেবাভিনয় ভক্তিরাজ্যের দর্শকের প্রভূত উপকার সাধন করিবে । শ্রীচৈতন্য যে-দেশে যে-প্রদেশে যে-বিভাগে ভাগ্যবানের নেত্রে স্বীয় প্রাকট্য প্রদর্শন করিয়াছিলেন, গ্রন্থকার ও সেই ভারতে সেই গৌড়ে সেই নদীয়ায় তাহার উপাস্তবস্তুর ইচ্ছায় তাহারই অনুগমনে আবিভূত হন। ঐচৈতন্য স্বীয় প্রকটকালে পার্ষদসমূহের দ্বারা নানাপ্রকারে মুদুল্লভ প্রেমভক্তির কথা জগতের নানাশ্রেণীর নিকট উপস্থাপিত করেন । কালপ্রভাবে শ্রীচৈতন্যদেবের মনোহভীষ্টের প্রচারকবৃন্দ প্রপঞ্চ হইতে নিত্যলীলায় প্রবেশ করিলে পর গৌড়-গগন ভোগ ও ত্যাগের নিবিড় অন্ধকারের ঘনঘটায় গোর-বিহিত-কীৰ্ত্তন-কিরণ-বঞ্চিত হইয়া আবৃত হয়। গৌড়-গগনের স্বৰ্য্য, চন্দ্র ও উজ্জ্বল তারকারাশ একে একে লোকলোচনের অন্তরালে স্ব-স্ব-জ্যোতির্বিস্ব-প্রদর্শনে বিরত হইলে মেঘাবৃত আকাশে বিদ্যুতালোক ব্যতীত অজ্ঞানান্ধকার বিদূরিত হইবার আর অন্ত উপায় ছিল না। কাল-ব্যবধানে সৌর পঞ্চবর্ষাধিক ত্রিশতবর্ষাস্তে নদীয়াজিলাস্তর্গত বীরনগর-গ্রামে এই শ্ৰীগৌর-নিজজনের আবির্ভাবকাল .গৌড়ীয়-গগনতল প্রোদ্ভাসিত করিয়াছিল । সৰ্ব্ব মঙ্গগুণগণ বৈষ্ণবশরীরে । কৃষ্ণভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে ॥ cत्वहे मन ७° झग्न ट्रेवरु3द-ब्णक्रन् । সব কহা না যায়, করি দিগৃ দরশন ) , (১) কৃপালু, (২) অকৃতদ্রোহ, (৩) সত্যসার, (৪) সম । (e) নির্দোষ, (৬) বদle, (৭) মৃত্ন, (৮) গুচি, (ন) কুকিঞ্চিল ।