পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミふど জৈবধৰ্ম্ম সপ্তদশ দুরভিসন্ধির ভিত্তি পত্তন করিয়া আসিয়া থাকিবেক । মনে মনে ভগবানকে বলিলেন,—হে ভগবন, গুক-বৈষ্ণবে যেন আমাব শ্রদ্ধা দৃঢ় হইতে থাকে, ধূৰ্ত্তলোকের দেীবাত্ম্যে যেন কোন প্রকারে লঘু না হয়। এইরূপ আলোচনা করিতে করিতে দিনটর অবশেষ হইল ; সন্ধ্যার পরে ব্যাকুলচিন্তে শ্ৰীবাস-অঙ্গনে গমন করিলেন। এদিকে বাণীমাধব উঠিয়া গেলে বুদ্ধবাবাজী মহাশয় মনে মনে করিলেন যে, এই লোকটা ঠিক প্রহ্মরাক্ষস—“রাক্ষসাঃ কলিমাশ্রিত্য জায়ন্তে ব্রহ্মযোনিষু” ( ১ ) এই শাস্ত্রবাক্যটা এই লোকে ফলিয়াছে ; ইষ্ঠার বর্ণহঙ্কার, বৃথাভিমান, বৈষ্ণব-বিদ্বেষ ও ধৰ্ম্মধ্বজিত্ব ইতর মুপত্ৰতে চিত্রিত আছে , ইহার সঙ্কীর্ণ স্কন্ধ, মিট্‌মিটে চক্ষু ও কথার চালাকি ইহার অস্তরের পরিচয। আহা ! ব্রজনাথ কি মধুবস্বভাব ব্যক্তি, আব এ ব্যক্তিই বা কি অমুরস্বভাব পুরুষ ! হে কৃষ্ণ, হে গৌরাঙ্গ, যেন এইরূপ লোকের সহিত সঙ্গ আর না করিতে হয ! অদ্য ব্ৰজনাথ আসিলে তাহাকে ও সতর্ক করিয়া দিব । ব্ৰজনাথ কুটীরে প্রবিঃ গুইলে বৃদ্ধবাবাজী মহাশয় দ্বিগুণ-স্লেঙ্গবিষ্ট হইয়া ‘এস লাল, এস’ বলিয়া আলিঙ্গন করিলেন । ব্ৰজনাথ চক্ষে দর-দর ভক্তি-ধারার সহিত বাবাজীর চরণ-রেণু চুম্বন করিয়া বসিলেন ; তিনি লজ্জায় কোন কথা উত্থাপন করিতে পারিলেন না । লাবাজী মহাশয় বলিলেন,—একটী কৃষ্ণবর্ণ ব্রাহ্মণ অদ্য প্রাতে আসিয়া কতকগুলি উদ্বেগদায়ক বাক্য বলিয়া গেলেন ; তুমি কি তাহাকে চেন ? ত্র। প্রভো, জগতে জীব অনেক প্রকার, আপনিই বলিয়াছেন ; তন্মধ্যে পূর্ণ মৎসরত-নিবন্ধন কতকগুলি লোক অন্তজীবে উদ্বেগ জন্মাইয় ১ ) ১৮৫ পৃষ্ঠা দ্রষ্টব্য।