পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন ᏬᎼ Ꮔ হষ্টলে পাপক্রিয় দূর হয়। যাহার পুনঃ পুনঃ পাপক্রিয়া দেখা যায়, তাহার অনন্তভক্তি হইয়াছে, এরূপ স্বীকার করা যায না ; কেননা, ভক্তির ভবসায় পাপাচরণরূপ অপরাপ ভক্তলোকের পক্ষে সম্ভব নয় । রঙ্গি স্বভাবতঃই নিরন্তর উত্তবোত্তরাভিলাষ-বুদ্ধিহেতু অশাস্ত-স্বভাবপ্রযুক্ত উষ্ণ ও প্রবলতর আনন্দপূর্ণরূপ এবং সঞ্চারি-ভাবকাপ উষ্ণত বমন করিয়াও কোটীচন্দ্র অপেক্ষা অমুতাস্বাদী। ব্ৰজনাথ ও বিজয়কুমার ভাবতত্ত্বের ব্যখ্যা শ্রবণ করিয়া ভাবাবিষ্টচিত্তে স্তম্ভিত হঠয়া আছেন । বালাজী মহাশয় শেষে নিস্তব্ধ তইলে ও তাহারা কিয়ংকাল তৃষ্ণীভূত থাকিম৷ বলিলেন,—প্রভো, আপনার উপদেশামৃত সঞ্চারিত হইযা আমাদের দগ্ধহৃদয়ে প্রেমবঙ্গ আনিতেছে ; আহা ! আমরা কি করিপ, কোথা যাইব, ইহা স্তির কবিতে পারিতেছি না ! ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ কবিয়া অভিমানে পূর্ণ—দৈন্তমাত্র ও আমাদের হৃদয়ে নাই, ভাপপ্রাপ্তিৰ আশা আমাদের পক্ষে সুদূরবত্তী, তবে একমাত্র আশা এই যে, আপনি ভগবৎপার্ষদ—প্রেমময়, একবিন্দু প্রেম আমাদেব হৃদয়ে দিলে আমবা কৃতকৃতাৰ্থ হই । আপনার সহিত আমাদের যে সম্বন্ধ হইয়াছে, তাহতেই আশাপক্ষী আমাদের হৃদয়ে বাস কবিবার উদ্যোগ কৰিতেছে । আমরা দীনতীন অকিঞ্চন, আপনি ভক্তমহারাজ ও পরম দয়ালু—কৃপা করিয়া তামাদের একটা কৰ্ত্তব্যতা-সম্বন্ধে উপদেশ করুন। আমাদের চিত্তে এরূপ হইতেছে যে, এই মুহুর্তেই গুঙ্গ-সংসারাদি পরিত্যাগপূৰ্ব্বক আপনার শ্ৰীচরণের সেবক হুইয়। পড়িয়া থাকি। বিজয়কুমার অবসার পাইয়া বলিলেন—“প্রভো, ব্ৰজনাথ বালক ; ইহার মাতার পাসনা এই যে, ইনি গৃহস্থ হন, কিন্তু ইহার মনে সেরূপ দেখিতেছি না ; কৃপা করিয়া যাহা কৰ্ত্তব্য হয়, আজ্ঞা করুন।” বাবাজী। তোমরা কৃঞ্চকুপাপাত্র, তোমাদের সংসারকে কৃষ্ণসংসার