পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] রসবিচার 8\)©· করিবে। "মুহুরঙ্গে রসিক ভূবি ভাবুকাঃ" (ভা ১।১৩ ) (১) এই বাক্যে কেবল ভাবুক বা রসিক ব্যতীত আর কেউই শ্ৰীমদ্ভাগবত-রস পানের অধিকারী নন। বাবা, এ ব্যবসায়ট সহসা পরিত্যাগ কর। তুমি রসপিপাসু । বসের নিকট আব অপরাধ করিবে না। রসো বৈঃ সঃ* (তৈঃ আঃ ২৭ ) (২) এই বেদবাক্যে রসই ক্লষ্ণস্বরূপ। শরীব নিৰ্ব্বাঙ্গের জন্ত শাস্ত্রোক্ত অনেক প্রকাব ব্যবসায আছে, তাগষ্ট অবলম্বন কর । সাধারণের নিকট ভাগবত পাঠ করিয়া অর্থ গ্রহণ করিবে না। যদি বসিকশ্রোতা পাও তবে বেতন বা দক্ষিণ না লইয়। পরমানন্দে ভাগবত শ্রবণ করাইবে । বিজয। প্রভো, অদ্য তামাকে একটী মহাপরাধ হইতে রক্ষা করিলেন । আমি যে পূৰ্ব্বে অপরাধ করিয়াছি, তাহার কি হইবে ? গোস্বামী। সে অপরাধ আর থাকিবে না। তুমি সরল হৃদয়ে রসের শবণাপন্ন হটলে, রস তোমাকে অবগু ক্ষমা করিবেন। তুমি সে বিষয়ে আর চিস্ত করি ও না । বিজয। প্রভো, আমি বরং নীচবৃত্তিম্বাবা শরীর পোষণ করিব। তথাপি অনধিকারীর নিকট রসকীৰ্ত্তন করিব না এবং তাহার নিকট অর্থ লইয়। রসকীৰ্ত্তন করিল না। গোস্বামী। বাবা, তোমরা ধন্ত ! কৃষ্ণ তোমাদিগকে আত্মসাথ করিয়াছেন, নতুবা কি এত দৃঢ়ত ভক্তিবিষয়ে হয় ? তোমরা ঐনবদ্বীপ ধামবাসী গেীর তোমাদিগকে সৰ্ব্বশক্তি প্রদান করিয়াছেন । (১) হে ভগবৎগীতিরসজ্ঞ অপ্রাকৃত রসবিশেষ—ভাবনাচতুব ভক্তবৃন্দ, শ্ৰীমদ্ভাগবতনামক বেদকল্পতকর প্রপক্ক ফল আপনার মুক্ত অবস্থায়ও পুনঃ পুনঃ পান কবিতে থাকুন। (२) >v२-४२ ७ २sv श्रृंछे जहेवा ।