এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ভক্তিবিনোদ চরিত S R 8 এইরূপে বহুলোক প্রভুকে বুঝিল । প্রভু পদ অনুসরি চলিতে লাগিল । /একদিন প্ৰভু মোর রাজকাৰ্য্য তরে। গৃহদ্বারে আসি উঠে পাঙ্কি ভিতরে ॥ দেখে এক বৃদ্ধ বিপ্ৰ আসিয়া নিকটে । বলিলেক দেশ এবে পড়েছে শঙ্কটে ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্য প্রভু আর নিত্যানন্দ । নবদ্বীপে অবতীর্ণ পরম আনন্দ ॥ কৃষ্ণ বলরাম ফুহ বহু কৃপা করি । বঙ্গদেশ উদ্ধারিল, দিল নাম হরি ॥ তথাপি দেশের লোক তাহ নাহি বুঝে। এ বড় দুঃখের কথা কেহন। সমুজে । তুমি কৃষ্ণ নিজ জন তোমার এ কার্য্য। হরি নাম পরচার কর তবে ধার্য্য ॥ জগৎতারণ হেতু তব অবতার। ভক্ত অবতার তুমি ভক্ত অবতার ॥ হয়েছে সময় এবে বিলম্ব না কর । গেীরের নিশান ধরি হও অগ্রসর। দেশ এবে বসিয়াছে হ'তে ছারখার । কলির এ কার্য্য তাই করিয়াছে ভার। গেীর প্রচারিত ধৰ্ম্ম আচ্ছাদিত এবে। মনোগড়া মত করি বেড়াইছে সবে ॥