পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত 3 &&. মায়ার পিশাচী তোম। গলে বান্ধি নিল । আপনাকে প্রভু বলি যবে মনে হ’ল ৷ কৃষ্ণ ভোগ্য বস্তু হও তুমি জীব ভোগ্য। ভোগ না করহ তুমি নহ তার যোগ্য ৷ কৃষ্ণের দোহাই দিয়া ভণ্ড রূপ ধরি । ভক্ত সাজ সেজে ভোগ নাহি পরিহরি । কৃষ্ণের সেবায় রত মুখেতে বলিয়া । কাৰ্য্যে অন্যরূপ করি প্রতিষ্ঠা বাড়িয়া । আপনাকে গুরু বলি কৃষ্ণাভিন্ন হ’য়ে । কামিনির দ্বারে সদ। কনক লভিয়ে ॥ পাপ বৃদ্ধি যেই জন সৰ্ব্বদাই করে । মায়ার নফর সেই দুষ্ট বুদ্ধি ধরে । সেই রূপ কভু নাহি হও মোর কথা । তাহা যদি নাহি শুন যাও যথা তথা ৷ আপন স্বরূপ ভুলি যবে ভোগী হও । মায়ার গৰ্ত্তেতে পড়ি ভোগে তুমি রও ॥ তোমা হেতু মায়ারাজ্য গঠিত হয়েছে। কৃষ্ণ বহিন্মুখ জীব তথায় রয়েছে। কৃষ্ণোন্মুখ জীব পারে তাহে তারিবারে। মায়ার সম্বন্ধ কাটে কৃষ্ণ কৃপাধারে ॥ সেই কৃষ্ণ কৃপা তরে সদা নাম লও। কৃষ্ণ সেব কৃষ্ণ ভজ কৃষ্ণ নাম গাও ।