পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ ৭ ভক্তিবিনোদ চরিত “নদীয় গোদ্রুমে নিত্যানন্দ মহাজন । পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। প্রভুর কৃপায় ভাই মাগি এই ভিক্ষা। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা । অপরাধ শুন্য হয়ে লও কৃষ্ণ নাম । কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ ৷ কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার । জীবে দয়া কৃষ্ণ নাম সৰ্ব্ব ধৰ্ম্ম সার ॥” প্রভুর এ আজ্ঞা হয় জানাই তোমারে । পালন করিলে তুমি তারিবে সংসারে ॥ ভকতিবিনোদ প্রভু বড় দয়া করে। এই আজ্ঞা জানায়েছে পৃথিবী মাঝারে । সংসারের জ্বালা যাবে এ আজ্ঞা পালিলে। কৃষ্ণ বিনা গতি নাই এবেত জানিলে । সংসার সংসার করি কাটাইছ কাল । লাভ না হয়েছে কিছু ঘটেছে জঞ্জাল । তাই বলি ওহে ভাই সাবধান হও । কৃষ্ণকে বরিয়া তুমি কৃষ্ণ নাম লও। বিলম্ব না কর ভাই আর কোন মতে । বৃথা দিন কাটে তব আর যাতে তাতে ॥ গৃহে থাক বনে থাক হরি নাম কর। সুখে দুঃখে ভুলোনাকে সেই নাম ধর ।