পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ծ ՉԵր AMMMAA AAAA AAAA AAAASAAAAS AAAS SAAAAAeeS eeSAAAA মায়া জালে বদ্ধ হয়ে মিছে কাজ ল’য়ে । কাটিতেছে কাল তব আত্মহারা হ’য়ে । কে তুমি কোথায় ছিলে কোথা হ’তে এলে। কোথায় যাইবে তুমি কিবা করে গেলে । জন্মিলে মরিতে হবে অন্যথা না হয় । সুখ দুঃখ ভাব আদি হর্ষ ত্রাসময় ৷ এ সকল কথা যদি ভাব একবার। ভাবিলে অবশ্য হবে মায়াবন্ধ পার । কৃষ্ণ কৃপা ব্যাতিরেকে সে কাৰ্য্য না হবে । কৃষ্ণ কৃপা পেতে গেলে সদগুরু বরিবে ॥ মহতের পদাঞ্জয় অবশ্য করিবে । তা না হলে কেমনেতে উদ্ধার পাইবে । ভকতিবিনোদ প্রভু দয়া করি তাই। সোজা পথ দেখায়েছে যাহা ধর ভাই ॥ ভকতিবিনোদ পদে শরণ লইয়া । অগ্রসর হও ভাই নামেতে মাতিয়া ॥ র্তার গ্রন্থরাজি পড় শুদ্ধ মত ধর । র্তার পদাঙ্গয় করি চিত্ত শুদ্ধ কর । র্তাহার শরণাগত শুদ্ধ চিত্তে হও । অবশ্য পাইবে সিদ্ধি মম বাক্য লও। তাহার অধম দাস অযোগ্য যে আমি । সরল বাক্যেতে বলি তিনি অস্তুর্যামী।