পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূক্তিবিনো চরিত ' ૩૨ নারদ সে গৃঢ় কথা ব্যাসে জানাইল । দিব্য জ্ঞান পেয়ে ব্যাস তাহাত গাইল । সেই গান শুকদেবে উন্মত্ত করিল। সেই হেতু শুদ্ধ ভক্তি প্রচার হইল ॥ ভাগ্যবান জীব তবে ব্যাস কৃপা পেয়ে । ভাসিল পরমানন্দে অগ্রসর হয়ে ॥ বৈষ্ণবের গুরু সেই ব্যাসদেব হন। র্যার শিক্ষা পেয়ে জীব হয় শুদ্ধ মন ॥ ভাগবত গ্রন্থ তুমি পড় নিরস্তর। ব্যাস কৃপা অবশ্যই লভিবে বিস্তর ॥ চারি ভাগবতে সেই ভাগবত ধরি। প্রচারিল কৃষ্ণ নাম বিনাশিয়া অরি। যেই নাম সেই কৃষ্ণ ভক্তের হৃদয় । অজ্ঞান করিয়া নাশ প্রস্ফুটিত হয়। নাম চিন্তামণি কৃষ্ণ বলি সবে ধায় । চৈতন্ত্য রস বিগ্রহ নাম সৰ্ব্বদাই গায় ॥ কলিকালে নাম ছাড়া অন্ত গতি নাই। হরিনাম পূর্ণ ভদ্ধ নিত্য মুক্ত ভাই ॥ অপরাধ শূন্ত হয়ে লহ কৃষ্ণ নামTT আর ভাব কৃষ্ণরূপ গুণ লীলাধাম ॥ “অহৰ্নিশি হরিনাম গাও শুদ্ধ মনে । কুটিনাটি ছাড়ি রহ শুদ্ধ ভক্ত সনে ॥