পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত $8 শ্ৰীকৃষ্ণচৈতন্ত আর প্রভু নিত্যানন্দ । শ্ৰীঅদ্বৈত গদাধর শ্ৰীবাসাদি ভক্তবৃন্দ ॥ এ সবার পদ আমি মস্তকে ধরিয়া । সকল বৈষ্ণবে নমি নত শির হঞা ॥ প্রভুর আপনগণ গোস্বামী আচাৰ্য্য। ছয় জন র্যাহীদের পদে মাথা ধাৰ্য্য ৷ রূপ সনাতন জীব ভট্ট রঘুনাথ । শ্ৰীগোপাল ভট্ট আর দাস রঘুনাথ । স্বরূপ গোস্বামী আর রায় রামানন্দ । সদাই রহেন র্যারা হ’য়ে প্রেমানন্দ ॥ পণ্ডিত জগদানন্দ আর বক্রেশ্বর । গৌরাঙ্গ সেবক আর যত অনুচর ॥ এসবে বন্দনা করি এ সব ভরসা। আমিত অযোগ্য জীব ইহঁরই আশ ॥ পড়িতে লিখিতে আমি কিছুই না জানি । ইহঁারা লিখান যাহা আমি তাহ মানি ॥ অধম পামর আমি কিছু নাহি শক্তি । বৈষ্ণবের পদরজে শিক্ষা মোর ভক্তি ॥ সে ভক্তি আশ্রয়ে মোর সৰ্ব্ব সিদ্ধি হবে । দামোদর স্বরূপের পদে স্থান রবে l গদাই গৌরাঙ্গ আর জাহ্নব জীবন। ভকতিবিনোদ প্রভুর যাহা প্ৰাণধন ॥