পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ר ר ভক্তিবিনোদ চরিত সে সকল ক্রমে ক্রমে বিলোপ হইল। ভণ্ড নেড়ানেড়ী দল জাগিয়া উঠিল। নিষ্কিঞ্চন ভক্তমাত্র দুই চারি জন । নির্জনে বসিয়া করে ঐনাম কীৰ্ত্তন ॥ গোরাচাদ বৃক্ষ তাহে সজীব রহিল। ভক্তিপ্রাণ জীব মাত্র দেখিতে পাইল । র্তাহারাই ভঁাহাদের কৃপালাভ করি। আনন্দে কীৰ্ত্তন করে শুদ্ধ নাম ধরি ॥ বহিস্ফুৰ্থ দল তবে প্রবল হইল । তাতাদের ভয়ে সৰ্ব্ব জগত কঁাপিল ॥ তখন বলিল লোক চারি সম্প্রদায় । বিষ্ণু ভক্ত মাত্র আছে অন্য কেহ নয়। শ্ৰীকৃষ্ণচৈতন্যতত্ত্ব নাহি মানে তারা । গণ্ডগোল করি বুলে হয়ে বুদ্ধিহার ॥ বিষ্ণু মধ্ব রামানুজ নিম্বার্ক জগতে । চারি সম্প্রদায় মাত্র তাহাদের মতে ॥ চৈতন্তের পদে তারা করি অপরাধ । দম্ভকরি লম্ফ দেয় না গণে প্রমাদ । শ্রীচৈতন্ত্য স্বয়ং কৃষ্ণ তা তারা বুঝে না। দলাদলি ল’য়ে তারা করে হানি হান ॥ দ্বাপরে ভগবান খাম পীতবাসা নিজাম্বুধ । শ্ৰীবৎসাদিভিরঙ্কৈশ্চ লক্ষণৈরুপলক্ষিত ।