পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । * q গর্ভবাস। সব অঙ্গে হয় পূৰ্ব্ব পাপের প্রকাশ ॥ কটুঅঙ্গলবন জননী যত খায়। অঙ্গে গিয়া বাজে তাতে মহামোহ পায় ৷ মাংসময় অঙ্গ সব কৃমিবেড়ি খায়। ঘু চাইতে নাহি শক্তি মরয়ে জ্বালার ॥ নড়িতে নাপারে তপ্তপঞ্জরের মাঝে। তবে প্রা ৭ রহে তার ভবিতব্য কাজে ॥ কোন অতি পাতকীর জন্ম নাহি হয়। গর্ভেই হয় পুন উৎপত্তি প্রলয়। শুন শুন মাতা জীবর্তত্বের সংস্থান। সাত মাসে জীবের গর্ভেতে হয় জ্ঞান। তখনে স্মরিয়া করেন অনুতাপ । স্তুতি করে কৃষ্ণের ছ। ড়িয়া ঘন শ্বাস ॥ রক্ষ কৃষ্ণ জগত জীবন প্রাণনাথ। তোমা বিনা এই দুঃখ নিবে দিব কাত ॥ যে করয়ে বন্ধ প্ৰভু ছাড়ায় সেই সে । সহজ মুখেরে প্রভু মায় কর কিসে। মিথ্যা ধন পুত্র রসে বঞ্চিমু জনম। না ভজিলাম তোমার দুই অমূল্য চরণ ॥ যে স্ত্রীপুত্ৰ পোষিলাম অশেষ বিধৰ্ম্মে। কোথাবা সে সব গেল মোর এই কৰ্ম্মে ৷ এখন এদুঃখে মোরে কে করিবে পার। তুমি সে এখন বন্ধু করহ উদ্ধার। এতেকে জানিনু সত্য তোমার চরণ। রক্ষ কৃষ্ণ প্ৰভু তোর লইনু শরণ। তুমি হেন কম্পতরু ঠাকুর ছাড়িয়া। ডুবিনু অসত জলে প্রমত্ত হইয়। উচিত তাহার এই যোগ্য শাস্তি হয়। এবে প্ৰভু মোরে কৃপাকর মহাশয়। এই কৃপা কর যেন তোমা না পাসরি । যে খানে সেখানে কেনে জন্মিয়া না মরি ॥ যেখানে তোমার নাহি যশের প্রচার। যথা নাহি বৈষ্ণবগণের অবতার ॥ যেখানে তো মরি যাত্রা মহোৎসব নাঞি । ইন্দ্রলোক হইলেও তাহা নাহি চাই তথাহি শ্ৰীভাগবতে ॥ নষত্র বৈকুণ্ঠ কথা সুধাপগ নসাধবোভাগবতাস্তদাশ্রয়াঃ । নযত্র যজ্ঞেশমখা মহোৎসবাঃ সুরেশলোকোহপিসবৈ নসেব্যতাং । গর্ভবাস দুঃখ প্ৰভু এই মোর ভাল। যদি তোর স্মৃতি মোর রহে সৰ্ব্বকাল ॥ তোর পাদপদ্মে স্ম রণ নাহি যথা । হেন কৃপাকর কৃষ্ণ নাফেলিব। তথা ৷ এইমত দুঃখ প্ৰভু কোটি কোটি জন্ম। পাইনু বিস্তর প্রভু সব মোর কৰ্ম্ম ৷ সেছুঃখ বিপদ মোর রহু বার বার। যদি তোর স্মৃতি থাকে সৰ্ব্ব ৰেদসার ৷ হেন কর কৃষ্ণ তোর দাস্য পদ দিয় । চরণে রাখহ দাসী নন্দন করিয়া । বারেক করহ প্রভু এদুঃখের পার । তোমা বহি প্ৰভু তবে না ভজিব আর ৷ এইমতে গর্ভবাসে পোড়ে অনুক্ষণ। তাহা ভালবাসে কৃষ্ণস্মৃতির কারণ ॥ স্তবের প্রভাবে গর্ভে দুঃখ নাহি পায় । কালে পড়ে পৃথিবীতে আপন ইচ্ছায়। শুনহ মাতা জীব তত্বের সংস্থান। ভূমিতে পড়ি লে মাত্র হয় অগোয়ান। মুচ্ছগত হয় ক্ষণে ক্ষণে কান্দে হাসে কহিতে না পারে দুঃখসাগরেতে ভাসে। কৃষ্ণের সেবক জীব কৃষ্ণের মায়ায়। কৃষ্ণ না ভজিলে কত মত দুঃখ পায়। কতদিন কালবসে হয় বুদ্ধি জ্ঞান। ইথে যে ভজয়ে কৃষ্ণ সেই ভাগ্যৰাম। অন্যথা না ভজে কৃষ্ণ দুষ্ট কৰ্ম্ম করে। পুন সেইমত জন্ম পাপে ডুব মরে । * তথাহি। সদাসদ্ভিঃ পথি পুনঃ সিশ্নোদর কৃতোদ্যমৈ। অস্থিতে