পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যমখণ্ড هلا স্মিত হইলা । ক্ষণেকে প্রভুর বাহা দৃষ্টিরে আইলা । বাহ্য পাই বোল বোল বোলে বিশ্বম্ভর । গড়াগড়ি যায় প্ৰভু ধরণীর উপর । বোল২ বোলে প্রভু পড়ে বিপ্রবর। উঠিল সমুদ্র কৃষ্ণ সুখ মনোহর ॥ লোচনের জলে হৈল পৃথিবী সঞ্চিত অশ্রুকম্প পুলকাদি ভাবের উদিত । দেখিয়া প্রভুর ভাব পরম আনন্দ। পড়ে শ্লোক শ্লোক বিপ্র করিয়া প্রবন্ধ ॥ দেখিয় তাহার ভক্তি যোগের পঠন। তুষ্ট হুই প্রভু তারে দিলা আলিঙ্গন। পাইয়া বৈকুণ্ঠেনায়কের আলিঙ্গন ; প্রেমে মত্ত রত্নগৰ্ব্ব হইলা তখন। . প্রভুর চরণ ধরি রত্নগৰ্ব কাব্দে বন্দি হইলেন বিপ্র চৈত ন্যের ফান্দে ॥ পুনঃ পুনঃ পড়ে শ্লোক প্ৰেমযুক্ত হৈয়া। বোল২ বোলে প্রভু হু স্কার করিয় ॥ দেখিয়া সভার হৈল অপৰূপ জ্ঞান । নগরিয়া দেখি সভে করে পরণাম । না পড়িহ আর বলিলেন গদাধর। সভে বেড়ি বসিলেন প্রভু বিশ্বম্ভর । ক্ষণেক হইল বাহ দৃষ্টি গৌর রায়। কি বল কি বল তবু জিজ্ঞাসে সম্ভ্রায় ৷ প্ৰভু বোলে কি চাঞ্চল্য করিলাম আমি। পড়ুয়া সকল বলে কৃত কৃত্য তুমি ৷ কি বলিতে পারি অমি সভার শকতি । আগুগুণে নিবারিল নাকরিহ স্তুতি ॥ বাঁহ পাই বিশ্বস্তুর তাপন সম্বরে ৷ সৰ্ব্বগণে চলিলেন গঙ্গা দেখিবারে ॥ গোষ্ঠীর সহি ত বসিলেন গঙ্গাতীরে। গঙ্গা নমস্কার গঙ্গাজল নিলা শিরে। যমুনীর তীরে ষে ন লৈয়া গোপীগণ । লীলা করিলেন প্রভু নন্দের নন্দন ৷ সেইমত শচীর নন্দন গঙ্গাতীরে। ভকত সংহতি কৃষ্ণ প্রসঙ্গে বিহরে ৷ কতক্ষণে সভারে বিদায় দিল ঘরে। বিশ্বম্ভর চলিলেন আপন মন্দিরে। ভোজন করিয়া সৰ্ব্ব ভুবনের নাথ । যোগ নিদ্রা প্রতি করিলেন দৃষ্টিপাত ৷ পোহাইল নিশী সব পড়ুয়ারগণ । অসি য়া মিলিল। পুথি করিতে চিন্তন। ঠাকুর আইলা ঝাট করি গঙ্গাস্নান । বসিয়া করয়ে প্রভু পুস্তক ব্যাখ্যান। প্রভুর নাফুরে কৃষ্ণ ব্যতিরেকে আন । শব্দমাত্র কৃষ্ণভক্তি করয়ে ব্যাখ্যান। পড়ুয়া সকল বলে ধাতু সংজ্ঞাকার। প্রভু বলেন কৃষ্ণ শক্তি ধাতুর প্রচার ॥ ধাতু স্বত্র বাখানিয়ে শুন সৰ্ব্বজন । দেখি কার শক্তি আছে করুক খণ্ডন ॥ যত দেখ রাজা প্রজা দিব্য কলেবর। অনেক শোভিত গন্ধ চনদ নে সুন্দর। ষম লক্ষী যাহার বচনে লোকে কয় । ধাতু গেলে শুন তার যে অব স্থ হয় । কোথা যায় সর্ববাঙ্গের সৌন্দর্য্য চলিয়া । কেহ হয় ভস্ম কারো এড়েন গাড়িয়া । সৰ্ব্বদেহে ধাতু গেলে বসে কৃষ্ণ শক্তি। তাঁহারে সে করি স্নেহ ত৷ হারে সে ভক্তি। বিদ্যামদে অধ্যাপক না বুঝয়ে ইহ। হয় নয় ভাই সব বুঝ মন দিয়া ॥ এবে যারে নমস্কার করি মান্য জ্ঞান। ধাতু গেলে তারে পরশিলে করি স্নান। যে বাপের কোলে পুত্র থাকে মহাসুখে । ধাতু গেলে সেই পুত্ৰ অগ্নি দেয় মুখে ॥ ধতুিসংজ্ঞা কৃষ্ণভক্তি বলব সভার। দেখি কৈ যুক আসি শক্তি আছে কার । এমন পবিত্র পূজ্য যে কৃষ্ণের শক্তি। হেন কৃষ্ণে ভাই