পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b" মধ্যমখণ্ড উঠেতান বুকে ; প্রভুবোলে কি বলিলি পণ্ডিত শ্ৰীবাস : নিত্যানন্দ প্রতি তোর এতেক বিশ্বাস । মোরগপ্য নিত্যানন্দ জানিলা সে তুমি । তোমারে সন্তুষ্ট হঞ বরদিয়ে আমি ॥ যদি লক্ষী ভিক্ষাকরে নগরে নগরে । তথাপি দারিদ্র তোর নহি বেক ঘরে। বিড়াল কুকুর আদি বাড়ির তোমার। স্থির হইবেক ভক্তি আমাতে সভার। নিত্যনন্দ সমৰ্পিল আমি তোমারস্থানে। সৰ্ব্বমতে সম্বরণ করিবা আপনে ঐবাসেরে বরদিয়া প্ৰভু গেলাঘর। নিত্যানন্দ ভ্ৰমে সব নদীয়া নগর । ক্ষণেকে গঙ্গার মাঝে এড়েন সাতfর। মহাশ্রোতে লঞাযায় সন্তোষ অপার ॥ বালক সভের সঙ্গেক্ষণে ক্রীড়াকরে। ক্ষণেযায় গঙ্গাদাস মুরারির ঘরে । প্রভুর বাড়িতে ক্ষণে যায়েন ধাইয়া। বড় স্নেহ করে আই তাহানে দেখিয় ॥ বাল্যভাবে নিত্যনন্দ আইর চরণ। ধরিবারে ঘায়ে আই করে পলায়ন। একদিন আই রাত্র্যে দেখিল স্বপনে। নিভৃতে কহিল পুত্র বিশ্বম্ভর স্থানে ॥ নিশি অবশেষে মুঞি দেখিলু স্বপন । তুমি আর নিত্যানন্দ এই দুইজন ॥ বৎসর পাচের দুই ছাওয়াল হইয়। মারামারি করি দুই বেড়াও ধাইয়া ৷ দুইজনে সাম্ভাইলে গোসাঞির ঘরে। রামকৃষ্ণ হঞা দোষ্টে আইলা বাহিরে। তানহাতে কৃষ্ণ তুমি লই বলরাম। চারিজনে মারামারি মোর বিদ্যমান। রামকৃষ্ণ ঠাকুর বোলয়ে ক্রুদ্ধহঞা । কে তোরা ঢাঙ্গতি দুই বহিরাও গিয় । এবাড়ী এঘর সব আম দোহাকার। এসন্দেশ এদধিদুগ্ধ ষত উপহার। নিত্যনন্দ বলয়ে সে কাল গেলবঞা। যেকালে খাইলে দধি নবনী লু টিয়। ঘুচিল গোয়াল হৈল বিপ্র অধিকার । আপনা চিনিয়া সবছাড় উপহার। প্রীতে যদি না ছাড়িব খাইবে মারণ। লুটিয়া খাইলে বা রাখিবে কোন জন ॥ রামকৃষ্ণ বোলে আজি মোর দোষ নাই। বান্ধিয়া এড়িমু দুই ঢঙ্গ এইঠাঞি । দোহাই কৃষ্ণে র যদি করে। আজি আন। নিত্যানন্দ প্রতি তজ্জগজ্জ করে রাম। নিত্যানন্দ বোলে তোর কৃষ্ণেরে কিডর। গেীরচন্দ্র বিশ্বম্ভর আমার ঈশ্বর ৷ এইমত কলহ করয়ে চাfর জনে । কাড়াকড়ি করিস ৰ করয়ে ভোজনে ॥ কাহার হাতের কহে। কাঢ়ি লইযায়। কাহার মুখের কেহো মুখ দিয়া খায় ॥ জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মোরে । অন্ন দেহ মাতামোরে ক্ষুধাবড় করে । এতেক বলিতে মুঞি চেতন পাইনু। কিছু না বুঝিনু মুঞি তোমারে কহিনু । হাসে প্রভু বিশ্বম্ভর শুনিয়া স্বপ ন। জননীর প্রতি বলে মধুর বচন ॥ বড়ই সুস্বপ্ন তুমি দেখিয়াছ মাত । আর কার ঠাঞি পাছে কহ এইকথা । আমার ঘরের মুৰ্ত্তি পরতেক বড়। মোর চিত্ত্বে তোমার স্বপ্নেতে হৈল দঢ়। মুঞিদেখি বারবার নৈবেদ্য সব যে। আধাআৰি না থাকে না কহোকারে লাজে ॥ তোমার বধূরে মোর সন্দেহ আছিল। আজি সে আমার মনে সন্দেহ ঘুচিল । হাসে লক্ষী জগন্মাতা স্বামির বচ নে। অন্তরে থাকিয়া সব স্বপ্ন কথা শুনে ॥ বিশ্বম্ভর রোলে মাতা শুনহ।