পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ミ> আজি পরম সৌভাগ্য । আজ্ঞাদেহ রন্ধনের করি গিয়া কাৰ্য্য। বিপ্র বলে কর মিশ্র যেইচ্ছা তোমার। হরিষে করিলা মিশ্র দিব্য উপহার ॥ রন্ধনের স্থান উপ স্করি ভালমতে । দিলেন সকল সজ রন্ধন করিতে ॥ সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন । বসিলেন কৃষ্ণের করিতে নিবেদন ॥ সৰ্ব্বভুত অন্তর্যামি প্রশচী নন্দন । মনে আছে বিপ্রেরে দিবেন দরশন ॥ ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর। স মুখে আইলা প্রভু শ্ৰীগৌর সুন্দর ॥ ধুলায় ধূষর সর্ব অঙ্গ দিগম্বর। অরুণ নয়ন কর চরণ সুন্দর ৷ হাঁসিয়া বিপ্রের অন্ন লইলেন করে । এক গ্রাস খাইলেন দেখে বি প্রবরে। হায়২ করি ভাগ্যবন্ত বিপ্র ডাকে। অন্নছুচি করিলেক অবোধ বলিকে ॥ আসিয়া দেখেন জগন্নাথ মিশ্রবর। ভাত খাই হাসে প্রভু শ্ৰীগের সুন্দর। ক্রোধে মিশ্র ধাইয়া যায়েন মারিবারে। সংস্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে । বিপ্র বলে মিশ্র তুমি বড় দেখি আৰ্য্য। কোনজ্ঞান বালকে মারিয়া কিবা কাৰ্য্য। ভালমন্দ জ্ঞান যার থাকে মারি তারে। আমার শপথ যদি মারহ উহারে। দুঃখে বসিলেন মিশ্র হস্ত দিয়া শিরে। মাথা নাহি তোলে মিশ্ৰ বচন না ফুরে। বিপ্র বলে মিশ্র দুঃখনা ভাবি হ মনে। যে দিনে যে হবে তাহ ঈশ্বর সে জানে ॥ ফলমুল অাদি গৃহে ষে থাকে তোমার। আনি দেহ আজি ৰ্তাহা করিব আহার ॥ মিশ্র বলে মোরে যদি থাকে ভূত্য জ্ঞান। আরবার পাক কর করিদেঙ স্থান ॥ গৃহে আছে রন্ধনের সকল সম্ভার । পুন পাক কর তবে সন্তোষ আমার ॥ বলিতে লাগিলা সব বন্ধুবৰ্গগণ । আমাসভা চাহ তবে করহ রন্ধন ॥ বিপ্র বলে যেই ইচ্ছা তোম। সভাকার । করিব রন্ধন সৰ্ব্ব থায় পুনৰ্ব্বার । হরিষ হইলা সভে বিপ্রের বচনে। স্থান উপস্করিলেন সভে তত ক্ষণে ॥ রন্ধনের সজ্জ আনি দিলেন তুরিতে । চলিলেন বিপ্রবর রন্ধন করিতে ॥ সভেই বলেন শিশু পরম চঞ্চল। আরবার পাছে নষ্ট করয়ে সকল ॥ রন্ধন ভোজন বিপ্র করেন যাবত। আবরণ করি শিশু রাখহ তীবত ৷ তবে শচীদেবী পুত্র কোলেত করিয়া। চলিলেন আরবাড়ি প্রভুরে লইয়া। সব নারীগণ বলে কেনরে নিমাঞি । এমত করিয়া কি বিপ্রের অন্ন খাই ॥ হাসিয়া বলেন প্রভু ঐচন্দ্র বদনে । আমার কি দোষ বিপ্র ডাকিল আপনে ॥ সভেই বলেন আহে নিমাঞি ঢাঙ্গাতি । কি করিবে এবে সে তোমার গেল জাতি ॥ কোথাকার ব্রাহ্মণ কেনিকুলে কেব। চিনে। তার ভাত খাইলে জাতি রছিল কেমনে ॥ হাসিয়া ক হেন প্রভু আমিসে গোআল। ব্রাহ্মণের অন্ন আমি খাই চিরকাল ॥ ব্রাহ্মণের অন্নে কি গোপের জাতি যায়। এত বলি হাসিয়া সভারে প্রভু চায় । ছলে নিজ তত্ত্ব প্রভু করেন ব্যাখ্যান। তথাপি না বুঝে কেহ হেন মায়া তান ॥ সম্ভেই হা সেন শুনি প্রভুর বচন। বক্ষহৈতে এড়িতে কাহার নাহি মন ॥ হাসিয়া যায়েন প্রচু যে জনার কোলে। সেই জন আনন্দ সাগর মাঝে ভোলে ৷ সেই বিপ্র পন